বরিশালে গ্রামীন ব্যাংকের গ্রাহকদের টাকা আত্মসাৎ করায় উজিরপুর বামরাইল শাখার সাবেক ব্যবস্থাপক মাইদুল ইসলামকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বরিশালের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মেহেদী আল মাসুদ মঙ্গলবার এই রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী হারুন অর রশিদ।
উজিরপুরের গ্রামীন ব্যাংক কেন্দ্রে ম্যানেজার থাকাকালে ২০০৯ সালের ১৫ জানুয়ারি থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত প্রতারণা করে ১৭ গ্রাহকের ১ লাখ ৫৮ হাজার ৬৭০ টাকা আত্মসাৎ করেন মাইদুল। এ ঘটনায় বরিশাল দুদকের উপ-সহকারি পরিচালক নাজিম উদ্দিন ২০১৪ সালের ২ জুলাই মামলা করেন।
২০১৭ সালে ২৭ ফেব্রুয়ারি দুদক বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান মামলার চার্জশিট আদালতে জমা দেন। আদালত ৭ জনের সাক্ষ্য শেষে এই রায় ঘোষণা করে।