ঢাকার ধামরাইয়ে নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের গর্তে জমে থাকা পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
ধামরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান মঙ্গলবার রাত ১০টার দিকে নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
মৃত শিশুরা হলো ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ উত্তর পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের আট বছরের ছেলে মো. রিয়াজুল ও একই এলাকার মো. রুবেল হোসেনের আট বছরের ছেলে মো. রাজু।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) শিমুল মোল্লা এসব নিশ্চিত করেছেন।
স্থানীয় দেলোয়ার হোসেন নিউজবাংলাকে বলেন, ‘বিকেলে রিয়াদুল ও রাজু বাড়ির পাশে আশ্রয়ণ প্রকল্পের ওখানে খেলতে যায়। পরে অনেক খোঁজ করেও তাদের সন্ধান মেলেনি।
‘সন্ধ্যার পর সেখানে গর্তের পানিতে দুজনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।’
ধামরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান নিউজবাংলাকে বলেন, ‘শরীফবাগ এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য কাজ চলছে। এ জন্য ড্রেজার দিয়ে মাটি খোঁড়ায় সেখানে গর্ত তৈরি হয়েছে। সেখানে পানি জমে থাকায় গর্তের চারপাশে মাটি দিয়ে উঁচু করে আইল দেয়া হয়েছে।
‘সেখানে বিকেল বেলা দুই শিশু খেলতে গিয়ে ওই গর্তে পড়ে পানিতে ডুবে যায়। পরে রাতে এলাকাবাসী তাদের মৃত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে।’