বগুড়ায় নকল সন্দেহে জব্দ করা ১৭ ট্রাক সারের নমুনা সংগ্রহ করেছে চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্স লিমিটেড সার কারখানা থেকে আসা তদন্ত কমিটি।
বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) বগুড়ার বাফারে গুদামজাত করার আগে নকল সার সন্দেহে দুই দিনে এই ট্রাকগুলো আটক করা হয়। তদন্ত কমিটির সদস্যরা মঙ্গলবার দুপুরে নমুনা সংগ্রহ করেন।
এর আগে সোমবার ৭ ট্রাক ও মঙ্গলবার ১০ ট্রাক জব্দ করা হয়। এসব ট্রাকে করে আসে মোট ২৩৮ টন টিএসপি সার। সেগুলো খালাশ না করে পরীক্ষার জন্য গুদাম ক্যাম্পাসে রেখেছে বাফার কর্তৃপক্ষ।
সারগুলো পরিবহন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এমএইচআর করপোরেশন।
তদন্ত কমিটির সদস্য ও টিএসপি সার কারখানার ম্যানেজার (প্রশাসন) মাজহারুল ইসলাম এসব তথ্য নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, সারগুলো বগুড়ায় আসার পরে কিছু সারের বস্তায় ভিন্নতা পায় বাফার কর্তৃপক্ষ। বগুড়ার বাফার ইনচার্জ চিঠি দিয়ে বিষয়টি জানালে তিন সদস্যের তদন্ত কমিটি বগুড়ায় আসে।
মাজহারুল নিউজবাংলাকে বলেন, ‘প্রথমত আমরা সারের বস্তার সঙ্গে আমাদের কোম্পানির বস্তার সাদৃশ্য দেখব। পাশাপাশি সার যেহেতু কেমিক্যাল পণ্য এ জন্য এর নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হবে।
‘আমাদের তদন্তের জন্য তিন কার্যদিবস সময় দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে আমরা রিপোর্ট দিতে পারব। এরপরেই নিশ্চিত হওয়া যাবে এই সারে কোনো সমস্যা আছে কি না।’