কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিলে যোগ দিতে আসার পথে নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ নেতাকর্মীদের এই হামলায় উপজেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিনসহ চারজন আহত হয়েছেন।
আহত অন্য তিনজন হলেন- যুবদল কর্মী রাসেল দেওয়ান, সোহাগ শিকদার ও সিএনজিচালিত অটোরিকশার চালক রিপন মিয়া।
আহত মহিউদ্দিন বলেন, 'দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার গজারিয়া বিএনপির বিক্ষোভ মিছিলে যোগ দিতে আমরা হোগলাকান্দী থেকে ভবেরচর কলেজ রোড এলাকায় যাচ্ছিলাম। আমাদের বহনকারী অটোরিকশাটি সকাল ১০টার দিকে ভবেরচর বাজার সংলগ্ন মীনা লাইব্রেরির সামনে এলে ১৫/২০জন আওয়ামী লীগ নেতাকর্মী আমাদের ওপর হামলা চালায়। এসময় অটোরিকশাটিও ভাংচুর করা হয়।’
এদিকে হামলার খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কান্ত রানী দাস জানান, আহতদের মধ্যে মহিউদ্দিনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক কারুজ্জামান রতন এবং গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ এই হামলার নিন্দা জানিয়েছেন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা হওয়ার কোনো খবর আমার কাছে নেই।’
এর আগে শুক্রবার সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর ও গজারিয়ায় বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা হয়। এ সময় পুলিশের লাঠিপেটায় উপজলা বিএনপির অন্তত ২০ নেতাকর্মী আহত হন। উপজেলার শ্রীনগর-দোহার বাইপাস সড়কে ও গজারিয়ার সোনালী মার্কেটের সামনে ওই হামলার ঘটনা ঘটে।