দেশে গুম-খুন এবং ভোট কারচুপি নিয়ে সরকারকে বিএনপি যে ক্রমাগত আক্রমণ করে আসছে, তার জবাব দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, গুমের শুরু বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরে। সে সময় নিখোঁজ হয়ে যাওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের হদিস আজও মেলেনি।
আন্তর্জাতিক গুম দিবসে মঙ্গলবার বিএনপির নেতারা যখন নানা কর্মসূচিতে নিখোঁজ হয়ে যাওয়া মানুষদের পেছনে সরকারের হাত থাকার অভিযোগ করছিলেন, সে সময় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনায় বক্তব্য রাখেন শেখ হাসিনা।
জাতীয় শোক দিবস স্মরণে এই আলোচনার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে গুম-খুনের কথা বলে। গুম-খুন তো এ দেশে সৃষ্টি করেছে জিয়াউর রহমান। আমাদের মহানগর ছাত্রলীগের মফিজ বাবুকে যে তুলে নিয়ে গেল, কই তার লাশ তো এখনও তার পরিবার পায়নি। ঠিক এভাবে সারা বাংলাদেশে আমাদের অনেক নেতাদেরকে হত্যা করেছে।’
দেশে গণতন্ত্র নেই বলে বিএনপির অভিযোগের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা আন্দোলন করতে গেছি কীসের জন্য? গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। ৭৫-এর ১৫ আগস্টের হত্যাকাণ্ডের পর ক্ষমতা তো ছিল ক্যান্টনমেন্টে বন্দি। মানুষের কাছে তো আর ক্ষমতা ছিল না। গণতন্ত্র হচ্ছে মানুষের শক্তি। মানুষের কাছে ছিল না, ছিল ক্যান্টনমেন্টে আটকা।’
ভোট কারচুপির অভিযোগের জবাব দিয়ে তিনি বলেন, ‘এই কারচুপি সৃষ্টিই তো করেছে জিয়াউর রহমান। তারপর একের পর এক যারা এসেছে উর্দি পরে ক্ষমতায় বসে দল বানিয়েই উর্দি খুলে রাজনীতিবিদ হয়ে গেছে। কিন্তু রাজনীতিবিদদের গালি দিয়েই তো ক্ষমতায় গেছে। তো দেশের উন্নতিটা করবে কোথায়?’
আওয়ামী লীগ বহু প্রতিবন্ধকতা পেরিয়ে দেশের মানুষের সমর্থন ও ভোটে বারবার নির্বাচিত হয়েছে বলেও জানান বঙ্গবন্ধুকন্যা।
তিনি বলেন, ‘নির্বাচিত হয়ে সরকারে এসেছি বলেই তো আজকে দেশটাকে আমরা উন্নতি করতে পেরেছি। বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে।’
১৫ আগস্টের ঘটনার বর্ণনা করতে গিয়ে আবেগাপ্লুত হয় পড়েন বঙ্গবন্ধুকন্যা। এ সময় পোডিয়ামে দাঁড়ানো শেখ ফজলুল হক মনির দুই ছেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশকে পাশে এনে দাঁড় করান।
বলেন, ‘আর সেই হত্যার পর বিচার চাওয়ার অধিকার ছিল না। মামলা করার অধিকার ছিল না।’
বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘আজকে অনেকের অনেক কথা শুনি। আমি এখন সরকারে আছি। মানবাধিকারের কথা শোনায়, মানবাধিকার নিয়ে আমাদেরকে তত্ত্ব, জ্ঞান দেয়। এ রকম তো কতজনের কথা শুনি। আমার কাছে যখন এই কথা বলে, দোষারোপ করে তারা কি একবার ভেবে দেখে আমাদের মানবাধিকার কোথায় ছিল, যারা আমরা আপনজন হারিয়েছি। স্বজনহারা বেদনা নিয়ে আমরা কেঁদে বেড়িয়েছি।’
সে সময় বঙ্গবন্ধু পরিবারসংশ্লিষ্ট সবাই আশ্রয়হীন হয়ে পড়েছিল জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘কারও প্রতি আমি কোনো দোষারোপও করি না, কিছুই করি না। কিন্তু বাংলাদেশে তো এই ঘটনা ঘটেছে। এটা তো আপনাদের মনে রাখতে হবে।
‘আমরা যারা স্বজন হারিয়েছি, আমরা তো হারিয়েছি। কিন্তু আমি যখন চিন্তা করি আমার দেশ কী হারিয়েছিল, এই বাঙালি জাতি বাঙালি হিসেবে মর্যাদা পাবে, এই বাঙালি জাতি বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, একটি স্বতন্ত্র রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, একটি জাতি, বাঙালি জাতি—বঙ্গবন্ধু সৃষ্টি করে দিয়ে গেছেন।’
বাঙালি কখনও তাকে হত্যা করতে পারে এটা বঙ্গবন্ধু কখনও বিশ্বাস করতেন না বলেও জানান শেখ হাসিনা।
তিনি বলেন, ‘আর এই বিশ্বাসঘাতক যারা, আজকে যখন তাদের দল হয়ে গেছে, তাদের লোক হয়ে গেছে, তারা বড় বড় কথা বলে। আজকে আপনারা দেখছেন, সারা পৃথিবীজুড়ে কিছু লোক আছে বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম অপকর্ম করে যাচ্ছে। এরা কারা? যারা এই দেশে বিভিন্ন অপরাধ করে দেশ থেকে ভেগেছে, হয় যুদ্ধাপরাধী, যাদের বিচার আমরা করেছি তাদেরই ছেলেপেলে, ১৫ আগস্টের খুনি যাদের আমরা বিচার করেছি তাদেরই আপনজন আর কিছু অপরাধী যারা এখান থেকে অপরাধ করে পালিয়ে যেয়ে নানা ধরনের অপপ্রচার বাংলাদেশের বিরুদ্ধে করে বেড়াচ্ছে। কাজেই এ বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, যেন মানুষ বিভ্রান্ত না হয়।’
‘কী ছিল বিএনপির আমলের অবস্থা?’
বিএনপির শাসনামালে দেশের আর্থসামাজিক অবস্থার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে বর্তমান সরকারের টানা এক যুগে দেশের বদলে যাওয়ার কথাও বলেন।
তিনি বলেন, ‘যতই আপনি উন্নতি করেন আর যা-ই করেন কোনো কিছুতেই ভালো লাগে না। কোনো কিছু তারা ভালোভাবে দেখতে পারে না। কী অবস্থা ছিল ঢাকা শহরের বিএনপির আমলে?’
ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বের এই পরিস্থিতি বিবেচনায় না নিয়ে দেশের পরিস্থিতি নিয়ে যারা সমালোচনা করছেন, তাদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘যারা এ দেশের স্বাধীনতা চায়নি, যারা যুদ্ধাপরাধী বা সেই যুদ্ধাপরাধীদের আওলাদ যারা আছে তারা, ১৫ আগস্টের ঘাতকে যারা পরিকল্পনা করেছে তারা এবং স্বাধীনতাবিরোধী—এদেরই প্রচেষ্টা সব সময় বাংলাদেশকে টেনে নিচে নামান।’
‘বিদ্যুতের সংকট ইউক্রেন যুদ্ধের কারণে’
বিদ্যুৎ খাতে সরকারের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী গত দুই মাসের সংকট নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘দুঃখের বিষয় হলো একে তো করোনা। এই করোনার সময়ে মহামারি, অতিমারির কারণে যেখানে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা, তার ওপর মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে আসল ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। এই যুদ্ধের সঙ্গে হলো আমেরিকার স্যাংশন। আমেরিকা স্যাংশন দিয়ে রাশিয়ার কতটুকু ক্ষতি করতে পেরেছে আমি জানি না, কিন্তু সারা বিশ্বের মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে, এমনকি আমেরিকার মানুষকেও’
উন্নত দেশগুলো এই সংকটকালে ধুঁকছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমেরিকা, ইউরোপ, ইংল্যান্ড—প্রত্যেকটা দেশ উন্নত দেশ, বিদ্যুতের অভাব। নির্দেশ দেয়া হয়েছে সীমিত আকারে বিদ্যুৎ ব্যবহার করবে। পানির অভাব। ইংল্যান্ডে তো বলে দিয়েছে রোজ গোসল করতে পারবে না, রোজ কাপড় ধুতে পারবে না, অল্প সময়ের জন্য করতে পারবে।
‘জার্মানিতে গরম পানি ব্যবহার করতে পারবে না কেউ। কারণ, বিদ্যুতের অভাব, পানির অভাব। আগামী শীতকালে তাদের কী অবস্থা হবে সেটা নিয় শঙ্কিত তারা সবাই। আমেরিকাতেও একই অবস্থা, তেলের দাম বেড়ে গেছে। বিদ্যুতের দাম বেড়ে গেছে। খাবারের দাম বেড়ে গেছে। সারা বিশ্বের খাদ্যের অভাব। সমগ্র বিশ্বে খাদ্যের অভাব। ইংল্যান্ডের মানুষ যারা তিন বেলা খেত, এক বেলার খাবার বাদ দিতে হয়েছে তাদেরকে। তারা এখন মাত্র দুই বেলা খেতে পারবে।’
তিনি বলেন, ‘বিশ্বেজুড়ে শরণার্থীর সংখ্যা বাড়ছে। যুদ্ধের তো এটাই ফলাফল। স্যাংশনের তো এটাই রেজাল্ট। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্য। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
জ্বালানি সাশ্রয়, খাদ্য উৎপাদন বাড়ানোর তাগিদ
প্রধানমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ ব্যবহার থেকে শুরু করে পানি ব্যবহারে, জ্বালানি তেল ব্যবহারে সবাইকে কিন্তু সাশ্রয়ী হতে হবে। এক ফোঁটা পানি যেন অতিরিক্ত (খরচ) না হয়।
‘আমরা যদি এখন থেকে সাশ্রয়ী না হই, আগামী দিনে আন্তর্জাতিকভাবে বিশ্বব্যাপী যে মন্দা সৃষ্টি হয়েছে তার ধাক্কায় আমরা আরও ক্ষতিগ্রস্ত হব।’
দেশে খাদ্য উৎপাদন বাড়ানোর আহ্বানও জানান শেখ হাসিনা। বলেন, ‘সারা বিশ্বব্যাপী কিন্তু দুর্ভিক্ষের পদধ্বনি। কিন্তু আমাদের যেহেতু মাটি আছে, মানুষ আছে, আমাদের মাটি উর্বর, এ জন্য আমি সবাইকে আহ্বান করেছি যার যতটুকু জমি আছে, যে যা পারেন নিজেরা উৎপাদন করেন। যাতে বিশ্বের খাদ্য মন্দাটা আমাদের ওপর এসে না পড়ে।
‘যেটা আমরা আমদানি করতে পারব না, তার বিকল্প দেশে উৎপাদন করে যেন আমরা আমাদের ক্ষুধা নিবৃত করতে পারি, সে জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।’
জ্বালানি তেলের দরবৃদ্ধির ব্যাখ্যা
জ্বালানি তেলের দাম বাড়ানোর ব্যাখ্যায় প্রধানমন্ত্রী বলেন, ‘তেল আমরা বেশি দামে কিনি। কম দামে এখানেই দিই, ভর্তুকি দিই। কিন্তু সেই তেল প্রতিবেশী দেশে চলে যায়। যার জন্য প্রতিবেশী দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম বাড়াতে হয়েছে সত্য। তারপরও আমাদের চেষ্টা আছে যে মানুষের কষ্টটা দূর করার।
‘গতকাল আপনারা জানেন, অনেক হিসাব-নিকাশ করে আমরা দেখলাম যে স্মাগলিংটা বন্ধ হয়ে গেছে, আমরা কিছু সাশ্রয় করতে পারছি, আমরা তেলের দাম ইতিমধ্যে ৫ টাকা করে কমিয়ে দিয়েছি। আমাদের লক্ষ্য সব সময় মানুষের দিকে তাকানো।’