বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ গুমের শিকার হয়েছেন উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাকে দুই মাস গুম করে রাখার পর পাচার করা হয়েছে।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ‘গুমের শিকার’ ব্যক্তিদের স্মরণে সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন ফখরুল।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বিএনপির মহাসচিব দাবি করেন, ২০১৫ সালের ১০ মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। পরে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে উদ্দেশহীন ঘোরাফেরা করার সময় তাকে আটক করে সেখানকার পুলিশ।
ফখরুল বলেন, ‘আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আমি হারিয়ে যাওয়া মানুষদের জন্য উদ্বেগ প্রকাশ করছি। তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। বাংলাদেশে গুমের আতঙ্ক এখন সবচেয়ে বেশি। গুম ও বিচারবহির্ভূত হত্যা মানবতাবিরোধী কাজ। গুম হওয়া মানুষদের পরিবারগুলো এখনও পথ চেয়ে বসে আছে।’a