রাজধানীর মোহাম্মদপুর থানাধীন আসাদগেটের সামনে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য আহত হয়েছেন। ২২ বছর বয়সী তার নাম কামরুল হাসান রাহাদ। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।
২৮ আগস্ট রাত দেড়টার দিকে মোহাম্মদপুর আসাদগেটর সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সরোয়ার হোসেন।
তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে পরে রাত দেড়টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে ভর্তি করে নেন।’
তিনি আরও বলেন, ‘বাসটি জব্দ করা হয়েছে, চালক পলাতক রয়েছে। নিহত কনস্টেবল গণভবনে কর্মরত কং/১৩৭৬৭ এসপিবিএনের সদস্য। তার বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।’