কুমিল্লার লাকসামে তিন ব্যবসায়ীকে গলা কেটে হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া আসামি নেওয়াজ শরীফকে ১৫ বছর পর গ্রেপ্তার করতে পেরেছে র্যাব।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে রোববার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
নেওয়াজের পুরো নাম নেওয়াজ শরীফ রাসেল সবুজ বাবু। তার বয়স ৩৭।
নগরীর শাকতলা এলাকায় র্যাবের কার্যালয়ে সোমবার সংবাদ সম্মেলন ডেকে এসব তথ্য জানিয়েছেন কোম্পানি কমান্ডার মেজর সাকিব হোসেন।
তিনি জানান, ২০০৭ সালে ৬ জানুয়ারি রাতে লাকসামের শ্রীয়াং বাজারের দোকান বন্ধ করে ফেরার পথে কাঁচামাল ব্যবসায়ী উত্তম দেবনাথ ও তার ভাই পরীক্ষিত দেবনাথ এবং পান ব্যবসায়ী বাচ্চু মিয়া বাড়ি ফিরছিলেন। পথে আসামি নেওয়াজ ও তার সহযোগীরা তাদের ঘিরে ফেলে ও অস্ত্রের মুখে তাদের কাছে থাকা টাকা ছিনিয়ে নিতে চেষ্টা করে। বাধা দিলে ওই তিনজনকে একটি মাঠে নিয়ে গলা কেটে হত্যা করে।
এই ঘটনায় নিহত বাচ্চু মিয়ার ভাই কবির হোসেন পরদিন লাকসাম থানায় মামলা করেন।
২০১৮ সালের ১৪ নভেম্বর কুমিল্লার তৎকালীন অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নুর নাহার বেগম শিউলী এই মামলার রায়ে ৫ আসামিকে মৃত্যুদণ্ড দেন। এর মধ্যে আব্দুর রহমান, মো. শহীদুল্লাহ ও ফারুক হোসেন নামে তিনজন বিভিন্ন সময় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এখন গ্রেপ্তার হলেন নেওয়াজ। আর পলাতক আছেন মো. স্বপন।
র্যাব কর্মকর্তা সংবাদ সম্মেলনে জানান, দীর্ঘদিন পরিচয় ও এলাকা বদলে ছিলেন নেওয়াজ। এর মধ্যে বিয়ে করেছেন, বিচ্ছেদও হয়েছে। সবশেষ হত্যার ঘটনা নিয়ে আলোচনা নেই টের পেয়ে কুমিল্লায় ফিরে মায়ের সঙ্গে বসবাস করতে শুরু করেন তিনি। গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় ১৫ বছর পর।