মিয়ানমারের ছোড়া মর্টার শেল বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এসে পড়ার ঘটনায় কড়া জবাব দিয়েছে বাংলাদেশ।
ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে নোট ভার্বালের মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয়।
বিকেলে সাংবাদিকদের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন নিজ কার্যালয়ে জানান, যে ঘটনাটি ঘটেছে, তার কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা।
পররাষ্ট্র সচিব বলেন, ‘নোট ভার্বালের মাধ্যমে তাকে ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। তাকে বলা হয়েছে, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে।’
রোববার দুপুরের পরপর বান্দরবানের তমব্রু সীমান্তে দুটি মর্টার শেল পড়ে থাকতে দেখা যায়। তবে এতে হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।এ ঘটনায় বাংলাদেশ কড়া প্রতিবাদ জানাবে বলে ওইদিনই জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে জন্য প্রতিবেশী দেশটিকে সতর্ক করে দেয়া হবে বলেও জানানো হয়।
সপ্তাহ দুয়েকের বেশি সময় ধরে সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির লড়াই চলছে। রোববার সকাল থেকে দুপক্ষে তুমুল লড়াই হয়। দুপুরে সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার ও যুদ্ধবিমান চক্কর দিতে দেখা যায়। এরপর বিকেলে সীমান্তের বাংলাদেশ অংশে মর্টার শেল এসে পড়ার ঘটনা ঘটে।