কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ইউপি চেয়ারম্যান আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার কালিদাসপুরে রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত ৫৫ বছরের হেলাল উদ্দীন উপজেলার আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, চেয়ারম্যান হেলাল উদ্দীন রাতে কালিদাসপুর বাজার থেকে হেঁটে নিজ বাড়ি ফিরছিলেন। পথে রাত সাড়ে ১০টার দিকে একটি মোটরসাইকেলে করে এসে দুই ব্যক্তি তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক আশরাফুল আলম নিউজবাংলাকে বলেন, ‘তার আঘাত খুব একটা গুরুতর না। তিনি আশঙ্কামুক্ত। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।’
ওসি বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে, তা বের করার চেষ্টা চালানো হচ্ছে।’