গণতন্ত্রের ডাক দিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না, নির্বাচনের মাধ্যমেই যেতে হবে বলে বিএনপির উদ্দেশ্যে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার সকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের আয়োজনে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি তার দোসরদের নিয়ে টাকা-পয়সা দিয়ে রাজপথ দখলের চেষ্টা করছে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বিএনপি জানে নির্বাচন করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যাবে না। সেজন্য তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে ক্ষমতায় যাওয়ার সংক্ষিপ্ত শর্টকাট রাস্তা খুঁজছে।
‘এদেশে আর ক্ষমতার পরিবর্তন অলিগলি দিয়ে, পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না। নির্বাচন করেই জনগণ যাকে চাইবে তাকেই ক্ষমতায় যেতে হবে। নির্বাচন করবে ফায়সালা কে ক্ষমতায় যাবে। গণতন্ত্রের ডাক দিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না।’
রাজশাহী মেডিক্যাল কলেজের ড. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন।
তিনি বলেন, ‘বিএনপি ও তাদের সহযোগীরা বলছে, তত্ববধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না। এই প্রসঙ্গে আমাদের দল পরিষ্কারভাবে বলে দিয়েছে, নিরপেক্ষ নির্দলীয় সরকারের আর কোনো সুযোগ নেই। বর্তমান ক্ষমতাসীন দল ক্ষমতায় থেকে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখেই নির্বাচন কমিশনের মাধমে নির্বাচন হবে। তাতে বিএনপি নির্বাচনে আসুক আর না আসুক।’