বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গুলশান থানা থেকে পালাল আসামি

  •    
  • ২৮ আগস্ট, ২০২২ ২৩:১৮

পুলিশ জানায়, খাদিজা একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন। চুরির অভিযোগে গ্রেপ্তার করা হলে হাজতখানার টয়লেটের ভেল্টিলেটরের ফাঁকা দিয়ে তিনি পালিয়ে যান।

রাজধানীর গুলশান থানার হাজতখানা থেকে ১৮ বছর বয়সী খাদিজা আক্তার নামে এক আসামি পালিয়েছেন।

শনিবার রাত ৯টায় গুলশান থানা থেকে তিনি পালিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, খাদিজা একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন। চুরির অভিযোগে গ্রেপ্তার করা হলে হাজতখানার টয়লেটের ভেল্টিলেটরের ফাঁকা দিয়ে পালিয়ে গেছেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘খাদিজা একটা বাসায় গৃহকর্মীর কাজ করতেন। সেখান থেকে কিছু স্বর্ণ ও টাকা চুরি করেছিলেন। গতকাল তাকে গ্রেপ্তার করে আনার পর হাজতখানায় রাখা হয়। পরে অসুস্থবোধ করলে তাকে হাজতখানার বাইরে রাখা হয়েছিল।

‘এক সময় তিনি বাথরুমে যেতে চাইলে তাকে থানার একটি বাথরুমে নিয়ে যাওয়া হয়। বাথরুমের ভেন্টিলেটরের ফাঁকা দিয়ে তিনি পালিয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

খাদিজার বিরুদ্ধে চুরির অভিযোগ এনে গত ২৩ আগস্ট গুলশান থানায় মামলা হয়।

খাদিজার বিরুদ্ধে মামলার বিবরণ থেকে জানা গেছে, গুলশান-২ এলাকার একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করছিলেন খাদিজা। অসুস্থতার কথা বলে ১৭ আগস্ট তিনি চলে যান। ওই দিনই বাসার আলমারির ড্রয়ার খুলে দেখা যায়, সেখানে থাকা চার ভরি চার আনার স্বর্ণালংকার নেই। আরেকটি ড্রয়ার খুলে দেখা যায় স্বর্ণের সঙ্গে এক লাখ ৭৫ হাজার টাকাও নেই।

এ ঘটনার পরে বাসার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, ১৬ আগস্ট বেলা ৩টা ১২ মিনিট থেকে ৩টা ১৪ মিনিটের মধ্যে ড্রয়ার খুলে স্বর্ণালংকার ও টাকা চুরি করেন খাদিজা। ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তার বিরুদ্ধে মামলা হয়।

এ বিভাগের আরো খবর