বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আ.লীগ নেতা শামসুর হত্যা: ২৯ বছর পর ৬ জনের যাবজ্জীবন

  •    
  • ২৮ আগস্ট, ২০২২ ২৩:০৯

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, বেনাপোলের গাতিপাড়া গ্রামের রাইটার, মশিয়ার রহমান, দৌলতপুর গ্রামের আজগর আলী, ভারতের ২৪ পরগানা জেলার বনগ্রাম থানার ভরতপুর গ্রামের আব্দুস সাত্তার মন্ডল, জিয়ালা গ্রামের সাধন সরকার ও বাগদাহ থানার আমডোব গ্রামের ইয়াকুব আলী।

যশোরের বেনাপোল ইউনিয়ন পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামসুর রহমান হত্যার ২৯ বছর পর ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার যশোরের বিশেষ দায়রা জজ ও স্পেশাল জজ মোহাম্মদ শামছুল হক এ রায় দিয়েছেন। সাজাপ্রাপ্ত রাইটার ছাড়া অন্য আসামিরা পলাতক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (স্পেশাল পিপি) সাজ্জাদ মোস্তফা রাজা।সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, বেনাপোলের গাতিপাড়া গ্রামের রাইটার, মশিয়ার রহমান, দৌলতপুর গ্রামের আজগর আলী, ভারতের ২৪ পরগানা জেলার বনগ্রাম থানার ভরতপুর গ্রামের আব্দুস সাত্তার মন্ডল, জিয়ালা গ্রামের সাধন সরকার ও বাগদাহ থানার আমডোব গ্রামের ইয়াকুব আলী।

মামলার অভিযোগে বলা হয়, ১৯৯৩ সালের ৫মে মাগরিবের নামাজ পড়ে ইউপি সদস্য শামসুর রহমান বাড়ির বাংলা ঘরে বসে লোকজনের সঙ্গে কথা বলছিলেন। রাত পৌনে ৮টার দিকে আসামিরা শামসুর রহমানের সঙ্গে দেখা করার কথা বলে বারান্দায় উঠে তাকে লক্ষ্য করে পরপর দুইটি বোমা নিক্ষেপ করেন। বোমার বিস্ফোরণে ঘটনাস্থলে শামসুরমারা যান।

এ ঘটনায় শামসুরের ছেলে গিয়াসউদ্দিন বাদী হয়ে শার্শা থানায় হত্যা মামলা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ১৯৯৪ সালের ২৮ নভেম্বর ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন এসআই মনোয়ার হোসেন।

অভিযুক্ত আসামিরা হলেন, সাধান সরকার, আব্দুস সাত্তার মন্ডল, জাফর মন্ডল, মোশারেফ হোসেন, সামছুর রহমান ওরফে চ্যাংগা শামছু, রাইটার, আজিজুল সরদার, লিয়াকত, মশিয়ার রহমান, মনির হোসেন, ইয়াকুব আলী, আজগর আলী, ইছাহাক মিয়া, টিটু মিয়া ও মাজেদ।

মামলা চলাকালে জাফর মন্ডল, মোশারফ হোসেন, সামছুর রহমান, আজিজুর রহমান, লিয়াকত, মশিয়ার রহমান, মনির হোসেন, ইছাহাক মিয়া ও মাজের মৃত্যু হওয়ায় তাদের অব্যাহতি দেয়া হয়।

সাক্ষগ্রহণ শেষে ছয় আসামির বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণ হওয়ায় বিচারক তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জারিমানার আদেশ দেন।

হত্যায় জড়িত থাকার অভিযোগ প্রমাণ না হওয়ায় টিটু মিয়াকে খালাস দেয়া হয়েছে।

এ বিভাগের আরো খবর