বেনাপোল কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে গত ২৬ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ লাখ টাকাসহ আটক হন তিনি।
রোববার বেনাপোল কাস্টম হাউসের কমিশনার আব্দুল হাকিম মুকুল হোসেনকে বরখাস্ত করেন।
গত ২৬ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মুকুলকে ২৫ লাখ টাকাসহ আটকের পর জিজ্ঞাসাবাদ করে একটি গোয়েন্দা সংস্থা। জিজ্ঞাসাবাদের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার তাকে বেনাপোল কাস্টম হাউসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
বেনাপোল কাস্টম হাউস সূত্রে জানা গেছে, টাঙ্গাইলে অবস্থিত নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশে ২৬ আগস্ট দুপুরে যশোর বিমানবন্দর থেকে উড়োজাহাজে চড়েন মুকুল। পরে তিনি ঢাকায় অবস্থিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। গোপন তথ্যের ভিত্তিতে সেখানেই তাকে আটক করে গোয়েন্দা সংস্থা।
এ সময় মুকুলের তার কাছে থাকা একটি ব্যাগে ২৩ লাখ এবং প্যান্টের পকেটে থাকা ২ লাখ টাকা জব্দ করা হয়।
বেনাপোল কাস্টম হাউসের কমিশনার আবদুল হাকিম জানান, সহকারী রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেবে।
আবদুল হাকিম বলেন, ‘মুকুল হোসেনের কাছ থেকে উদ্ধার করা ২৫ লাখ টাকা তিনি পাচারের উদ্দেশ্যে নিয়েছিলেন কি না তদন্ত করে দেখা হচ্ছে।’