একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে পাবনা-১ আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু নির্বাচিত হয়েছেন।
রোববার বিকেল ৫টায় সংসদ অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী চলতি ১৯তম অধিবেশনের জন্য প্যানেল সভাপতি মনোনয়ন দেন। এরপর ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয় উত্থাপন করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকুর নাম পাওয়া গেছে।
রেওয়াজ অনুযায়ী ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করবেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী। তার প্রস্তাব সমর্থন করবেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
পরে চিফ হুইপ নাম প্রস্তাব করলে সংসদ সদস্য কামরুল ইসলাম সেই প্রস্তাব সমর্থন করেন। এরপর স্পিকার রেওয়াজ অনুযায়ী প্রস্তাবটি কণ্ঠভোটে দেন। সর্বসম্মতিক্রমে ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকু নির্বাচিত বলে ঘোষণা দেন স্পিকার।
পরে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতির কক্ষে ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।