বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শ্যামলীর বাসচাপায় প্রাণ গেল দুজনের

  •    
  • ২৮ আগস্ট, ২০২২ ১৩:৫০

ব‌রিশাল এয়ারপোর্ট থানার প‌রিদর্শক আমানউল্লাহ ব‌লেন, ‘বাস‌টি জব্দ করা হ‌লেও চালক ও হেলপার পালিয়েছে। মহাসড়‌ক অব‌রোধ ক‌রে‌ছি‌ল স্থানীয় লোকজন। তা‌দের বু‌ঝি‌য়ে স‌রি‌য়ে দেয়া হ‌য়ে‌ছে।’

ব‌রিশা‌লে ঢাক‌াগামী শ‌্যামলী প‌রিবহ‌নের একটি বাসের চাপায় রিকশাভ্যানের দুই যাত্রী নিহত হ‌য়ে‌ছেন। আহত হয়েছেন আরও দুজন।

ঢাকা-ব‌রিশাল মহাসড়‌কের বাবুগ‌ঞ্জের রহমতপুর এলাকায় রোববার দুপুর সোয়া ১২টার দি‌কে এ দুর্ঘটনা ঘ‌টে। দুর্ঘটনার পরপরই ওই মহাসড়ক অব‌রোধ ক‌রে এলাকাবাসী। তবে আধাঘণ্টা পর পু‌লি‌শের আশ্বা‌সে তারা সরে যায়।

নিহত ভ‌্যা‌নের যাত্রীরা হলেন ৬৩ বছর বয়সী ফজলুল হক ও ৪০ বছর বয়সী সু‌মি আক্তার। এ ছাড়া নিহত সু‌মি আক্তা‌রের ছে‌লে ৪ বছর বয়সী তাওহীদ ও ভ‌্যানচালক জয়নাল আহত হ‌য়ে‌ছেন। ‌নিহত‌দের বাড়ি ওই একই এলাকায়।

ব‌রিশাল এয়ারপোর্ট থানার প‌রিদর্শক আমানউল্লাহ আল বারী নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, শ‌্যামলী প‌রিবহ‌নের বাস‌টি কুয়াকাটা-ঢাকা রু‌টের। কুয়াকাটা থেকে বাস‌টি ব‌রিশা‌লে পৌঁছানোর পর দুপুর পৌ‌নে ১২টার দি‌কে ব‌রিশাল কেন্দ্রীয় বাস টা‌র্মিনাল থে‌কে ঢাকার উ‌দ্দে‌শ্যে ছে‌ড়ে আ‌সে।

রহমতপুর ব্রিজের ঢা‌লে পৌঁছালে সড়ক পার হ‌তে যাওয়া এক‌টি ভ‌্যান‌কে চাপা দেয় বাস‌টি। এ‌তে ঘটনাস্থ‌লেই দুই যাত্রী নিহত হন। ভ‌্যানচালক‌ ও এক শিশু‌কে আহত অবস্থায় ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হ‌য়ে‌ছে।

বাবুগঞ্জ উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা নুশরাত ফা‌তিমা ব‌লেন, ‘দুর্ঘটনায় দুজন নিহত হ‌য়ে‌ছে। মহাসড়‌কে যান চলাচল কিছু সময় বন্ধ থাকলেও এখন তা স্বাভা‌বিক।’

থানার প‌রিদর্শক আমানউল্লাহ ব‌লেন, ‘বাস‌টি জব্দ করা হ‌লেও চালক ও হেলপার পালিয়েছে। মহাসড়‌ক অব‌রোধ ক‌রে‌ছি‌ল স্থানীয় লোকজন। তা‌দের বু‌ঝি‌য়ে স‌রি‌য়ে দেয়া হ‌য়ে‌ছে।’

এ বিভাগের আরো খবর