বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এমপিকে হত্যার হুমকি

  •    
  • ২৮ আগস্ট, ২০২২ ০০:০৯

সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেন, ‘গতকাল চাটখিলে বিএনপির সমাবেশে দলটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের উসকানিমূলক বক্তব্যের পর ফেসবুকে আমাকে হত্যার হুমকি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট ও কমেন্ট করা হয়।’

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমকে ফেসবুকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এমপি এইচ এম ইব্রাহিমের তথ্য-প্রযুক্তি বিষয়ক সহকারী রবিউল এইচ ভূঁইয়া বাদী হয়ে শুক্রবার বিকেলে ওই জিডি করেন।

জিডিতে উল্লেখ করা হয়, Abdullah Chatkhil নামে আইডি থেকে এক ব্যক্তি নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমকে হত্যার হুমকিসহ কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট ও কমেন্ট করে আসছেন।

একই ব্যক্তি বিভিন্ন পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করেও কমেন্ট করে আসছেন। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানসম্মান রাজনৈতিক ও সামাজিকভাবে ক্ষুণ্ন হচ্ছে বলেও দাবি করা হয় ওই জিডিতে।

বলা হয়, আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কায় জিডিটি করা হয়েছে।

পরিদর্শক তদন্ত বলেন, ‘জিডির বিষয়ে তদন্ত চলছে। আইডিটি শনাক্তের জন্য সিআইডির ফরেনসিক বিভাগে পাঠানো হবে। আইডিটি কার তা নিশ্চিত হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

এ বিষয়ে সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেন, ‘গতকাল চাটখিলে বিএনপির সমাবেশে দলটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের উসকানিমূলক বক্তব্যের পর ফেসবুকে আমাকে হত্যার হুমকি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট ও কমেন্ট করা হয়। এতেই পরিষ্কার পোস্ট করা ব্যক্তি বিএনপির কেউ।’

তিনি আরও বলেন, ‘উনারা ২২ বার নেত্রীকে হত্যার চেষ্টা করেছে। আমাদের মন্ত্রী, এমপিদের তারা এখন হত্যা করে দেশে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে।’

সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ধরনের ‘অশালীন’ ও ‘ধৃষ্টতাপূর্ণ’ পোস্ট করা ব্যক্তিকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান তিনি।

এ বিভাগের আরো খবর