নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধা ও চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ারা বেগম মুন্সীগঞ্জের ঠেঙ্গারচরের মৃত আব্দুল করিমের মেয়ে। চার বছর বয়সী শিশুটির নাম মো. জাওয়াদ। সে সোনারগাঁ উপজেলার দড়িকান্দি মধ্যপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে। আনোয়ারা বেগম জাওয়াদের মায়ের নানি।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, রাস্তা পার হওয়ার সময় তাশা এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়েন আনোয়ারা বেগম ও জাওয়াদ। তাদের মধ্যে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। মুমূর্ষু অবস্থায় আনোয়ারা বেগমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে তিনি মারা তিনি।
ওসি জানান, দুর্ঘটনার পরপরই চালক ও তার সহযোগী বাসটি রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বাসটিতে ভাংচুর চালায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হাসপাতালে আনার কিছুক্ষণ পরই আনোয়ারা নামে ওই নারী মারা যান। আনোয়ারা বেগমের সঙ্গে তার নাতনির ছেলে বাড়ি ফিরছিল বলে জানিয়েছেন স্বজনরা।