বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘আবারও বলছি, খেলা হবে’

  •    
  • ২৭ আগস্ট, ২০২২ ২২:৪৫

শামীম ওসমান বলেন, ‘আগে হাজার বছরে একজন বঙ্গবন্ধু আসতেন, শত বছরে একটা মীরজাফর আসত। কিন্তু এখন দেখি বছর বছর খন্দকার মোশতাক জন্ম নেয়, জেলায় জেলায় এমনকি পাড়া-মহল্লায়ও জন্ম নেয়। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন ‘খারাপ সময়ের সুযোগ নিয়ে অনেকে মরণ খেলা খেলতে চান। যদি মনে করেন সেই খেলায় জিতবেন, তাহলে সারা দেশে ঝামেলা করে লাভ নাই, আসেন নারায়ণগঞ্জে, এখানে খেলি। আবারও বলছি, খেলা হবে।’

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেটসংলগ্ন বঙ্গবন্ধু সড়কে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘আপনারা খেলবেন ধ্বংসের পক্ষে, আর আমরা বিপক্ষে। আপনারা খেলবেন বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য, সাম্প্রদায়িকতার পক্ষে। আর আমরা খেলব অসাম্প্রদায়িকতার পক্ষে। যদি মনে করেন সেই খেলায় আপনারা জিতবেন, তারিখ দেন, কবে খেলবেন?

‘২০২৪ সালের নির্বাচনে যে বাবার হাতে-পায়ে ধরেন, তেল মারেন, তাতে লাভ নেই। বোমা মারেন, দুবাই থেকে টাকা আনেন, ইউরোপ-সৌদির লোক আনেন। যা খুশি করেন, কিন্তু প্রধানমন্ত্রী থাকবেন শেখ হাসিনাই।’

দেশের সার্বিক সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, ‘প্রথমে এলো রোহিঙ্গা, পরে করোনা এবং বন্যা। এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলো। সবই সামাল দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে বাংলাদেশেও। তবে অন্যদের তুলনায় আমরা ভালো আছি।’

কর্মীদের এক হতে আহ্বান জানিয়ে শামীম ওসমান বলেন, ‘সামনে একটা কঠিন সময় আসছে। এ সময়ে তারা বাংলাদেশটাকে ধ্বংস করতে চায়, যারা দেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি। ওরা ওদের জায়গায় ঠিক আছে, আমরা বিভক্ত। এখন সবার এক হওয়ার সময়। আসেন বাংলাদেশটাকে বাঁচানোর জন্য আমরা একসঙ্গে কাজ করি।

‘আগে হাজার বছরে একজন বঙ্গবন্ধু আসতেন, শত বছরে একটা মীরজাফর আসত। কিন্তু এখন দেখি বছর বছর খন্দকার মোশতাক জন্ম নেয়, জেলায় জেলায় এমনকি পাড়া-মহল্লায়ও জন্ম নেয়। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

২০২৪ সালে নির্বাচনের পর শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী হবেন বলে আশাবাদী শামীম ওসমান। ছবি: নিউজবাংলা

ষড়যন্ত্রকারীদের সতর্ক করে শামীম ওসমান বলেন, ‘আপনাদের টার্গেট সরকার ফেলা না, আপনাদের টার্গেট শেখ হাসিনাকে সরিয়ে দেয়া। এর আগে ২১ বার হামলা হয়েছে। এখন ভুলেও সে পথে হাঁটবেন না, তাতে পরিণতি হবে ভয়াবহ।

‘লন্ডন থেকে নির্দেশ আসে আর আপনারা লাফান। খালেদা জিয়া অসুস্থ কিন্তু তার ছেলে আসেন না। ছেলের বউ ডাক্তার, তিনিও আসেন না। ব্যারিস্টার নাতনিও আসেন না। আপনারা যখন বিপদে পড়বেন, তখন তাদের কেউ আসবেন?’

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি বাবু চন্দন শীলের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামসহ স্থানীয় নেতারা।

এ বিভাগের আরো খবর