ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে শোডাউন করেছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের নতুন কমিটি। মহাসড়কের প্রায় দেড় কিলোমিটারজুড়ে তিন হাজারের বেশি নেতাকর্মী এতে অংশ নেন।
চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায় শনিবার বিকেল সোয়া ৫টার দিকে এই শোডাউনের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন চালক, যাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয়রা জানান, বিকেলে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম রুবেলের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাসস্টেশন এলাকা থেকে শোভাযাত্রা বের হয়।
মহাসড়কের প্রায় দেড় কিলোমিটার হেঁটে শোভাযাত্রা শেষ হয় নাওতলা ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে। ওই মাঠে ছাত্রলীগ নেতাদের বক্তব্যের পর শেষ হয় তাদের কর্মসূচি। এ সময় হাইওয়ে পুলিশ মাধাইয়া বাজারের কাছে ইউটার্ন থেকে চট্টগ্রাম লেনে ঢাকামুখী গাড়ি চলাচলে সহায়তা করে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, আগস্টের শেষ দিকে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে ‘শোক র্যালি’র ব্যানারে মিছিল মূলত কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির শোডাউনই ছিল।
মহাসড়ক বন্ধ করে র্যালি করায় বিরূপ প্রতিক্রিয়া জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বাসচালক বিল্লাল হোসেন বলেন, ‘শোক র্যালি মহাসড়কে কেন? যে মহাসড়কে এক মিনিট যানবাহন বন্ধ থাকলে যানজট সৃষ্টি হয়, সেখানে দেড় কিলোমিটার এলাকা বন্ধ করে তারা র্যালি করেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’
চট্টগ্রাম থেকে মাল নিয়ে ঢাকা যাওয়ার পথে ছাত্রলীগের র্যালিতে ট্রাক নিয়ে আটকা পড়েন সোহাগ মিয়া। ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ট্রাকচালক সোহাগ বলেন, ‘কার কাছে কমু। যহন বন্দর থাইক্কা ট্রাক ছাড়ে, তহন চিন্তা করি কই জানি জ্যামে পড়ি। পুরাডা পথ ভালা আইলাম। চান্দিনা আইয়া পড়লাম মিছিলের মইধ্যে। মিছিলডা বিশ্বরোডো কেরে কেউ কইতে পারেন।’
মাধাইয়ার নাওতলা এলাকার বাসিন্দা মনির জানান, বিকেল ৫টা থেকে র্যালিটি বের হলে যানজট সৃষ্টি হয়। সন্ধ্যা ৬টায়ও ঢাকামুখী লেনে যানজট ছিল।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক প্রেমধন মজুমদার বলেন, ‘ছাত্রলীগের শোক র্যালির কারণে কিছুটা যানজট সৃষ্টি হয়েছিল। আমরা যান চলাচল স্বাভাবিক করি।’
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন বলেন, ‘প্রায় ৩০-৩২ হাজার নেতাকর্মী নিয়ে ওই শোক র্যালি করি। আমরা মহাসড়ক বন্ধ করে র্যালি করিনি। মহাসড়কের চট্টগ্রামমুখী লেন সম্পূর্ণ মুক্ত ছিল।’