বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মধ্যরাতে চার বিএনপি নেতার বাড়িতে তাণ্ডব

  •    
  • ২৭ আগস্ট, ২০২২ ১৮:৪৫

হামলার ঘটনায় শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির নেতারা।

যশোরে বিএনপির শীর্ষ চার নেতার বাড়িতে মধ্যরাতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। বিএনপি নেতাদের অভিযোগ, ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে ওই হামলা চালায় দুর্বৃত্তরা।

বাড়িতে হামলার শিকার ওই নেতারা হলেন- বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন ও আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খাঁন।

শুক্রবার দিবাগত রাত দেড়টার পর থেকে আড়াইটা পর্যন্ত ওই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। হামলায় ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি স্প্রাইট, সেভেন-আপ, কোকাকোলার বোতলও ব্যবহার করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত বাসভবনের সিটি ক্যামেরার ফুটেজে দেখা যায়, একটি সিলভার কালারের মাইক্রোবাস, ৪ থেকে ৫টি প্রাইভেট কার এবং ১০টির বেশি মোটরসাইকেল নিয়ে মহড়া দেয় হামলাকারীরা। উঠতি বয়সী সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের সদস্যরা মুখে কাপড় বেঁধে হামলা শুরু করে।

প্রথমে রাত দেড়টার পর ঘোপ পিলু খান সড়কের পাশে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের বাসভবনে হামলা চালায় তারা। এ সময় গেটের বাইরে থেকে হামলাকারীরা বেপরোয়া ইট-পাটকেল নিক্ষেপ করে বাসার জানালার কাঁচসহ ভবনটিতে ব্যাপক ভাংচুর করে। গেট ভেঙে ভেতরে প্রবেশেরও চেষ্টা চালানো হয়। তাদের ছোঁড়া ইট পাটকেলের আঘাতে পাশের বাড়ির বেলকনিতে লাগানো এসিও ক্ষতিগ্রস্ত হয়।

পরে তারা উপশহরের বি ব্লকে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর বাসভবনে হামালা চালায়। সেখন থেকে উপশহরে ডি ব্লকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খাঁনের বাসভবনে গিয়ে হামলা চালায়। তার বাসার সামনে রাখা মাইক্রোবাসও ভাংচুর করা হয়।

হামলায় ক্ষতিগ্রস্ত মাইক্রোবাস

সবশেষে হামলাকারীরা ধর্মতলা মোড়ে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের বাসভবনের সামনে যায়। ভাংচুরের পাশাপাশি ওই বাড়িটির বৈদ্যুতিক মিটারও ক্ষতিগ্রস্থ করে তারা।

হামলার প্রতিবাদে শনিবার সকালে নগর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

এ সময় জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘জয় বাংলা শ্লোগান দিয়ে আওয়ামী সন্ত্রাসীরা মধ্যরাতে বিএনপি নেতাদের বাড়িতে হামলা ও তাণ্ডব চালিয়েছে। এ নিয়ে পঞ্চমবার এসব নেতার বাড়িতে হামলা হলো। কিন্তু কোনো ঘটনায়ই দোষীদের চিহ্নিত করা বা বিচার করতে ব্যর্থ হয়েছে প্রশাসন। তারপরও আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা মামলা করবো।’

এ বিষয়ে যশোর পুলিশের মুখপাত্র ডিবি ওসি রূপণ কুমার সরকার জানান, হামলা ও ভাংচুরের কোনো অভিযোগ তারা পাননি।

এদিকে, এই হামলার ঘটনায় শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির নেতারা। এ সময় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘বিএনপি যখনই দেশের গণতন্ত্র পুণরুদ্ধার, আইনের শাসন, মানবাধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠাসহ জনগণের ন্যায্য দাবি এবং অধিকার আদায়ের জন্য রাজপথে শান্তিপূর্ণভাবে কর্মসূচি করে; তখনই সরকার দলীয় সন্ত্রাসীরা জনতার আন্দোলনকে বাঁধাগ্রস্ত করার জন্য এ ধরনের হামলা তাণ্ডব শুরু করে।’

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্থ চার নেতা ছাড়াও হামলার প্রতিবাদে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, মফিকুল হাসান তৃপ্তি, সাবেক মেয়র মারুফুল ইসলাম, অ্যাডভোকেট ইসহাক, জাফর সাদিক, মুনির আহমেদ সিদ্দকী বাচ্চু ছাড়াও আরও অনেকে।

এ বিভাগের আরো খবর