কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে ৪ লাখ ১০ হাজার ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে র্যাব। তাদের কাছ থেকে একে ২০২ রাইফেলসহ তিনটি অস্ত্র জব্দ করা হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এসব তথ্য জানান কক্সবাজার র্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার।
আটককৃতরা হলেন আব্দুল্লাহ রাজ্জাক, ইলিয়াছ, সাহেদ, মোহাম্মদ আয়াজ ও সাইফুল ইসলাম।
র্যাব কর্মকর্তা খায়রুল জানান, শুক্রবার রাত ৮টার দিকে উখিয়ার জামতলী এলাকা থেকে ইলিয়াছকে এক লাখ ইয়াবাসহ আটক করা হয়। তার দেয়া তথ্যে রাত ১টার দিকে বালুখালীর কাঁকড়া ব্রিজ এলাকা থেকে আরও ৩ লাখ ১০ হাজার ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একে ২০২ রাইফেল, এসবিবিএল, ১৭ রাউন্ড গুলিসহ চারজনকে আটক করা হয়েছে।
তিনি জানান, চক্রটি মানুষকে জিম্মি করার পাশাপাশি ইয়াবা লেনদেন করত। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।