নির্বাচনে ভোট দেয়া-না দেয়াকে কেন্দ্র করে কুমিল্লার মুরাদনগরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
উপজেলার ৯ নম্বর পশ্চিম বাঙ্গরা ইউনিয়নের কুরুন্ডী গ্রামে শনিবার সকাল ৬টা থেকে দুপুর প্রায় ১২টা পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ চলে।
বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করে নিউজবাংলাকে জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘গত বছরের ৩১ ডিসেম্বর পশ্চিম বাঙ্গরা ইউনিয়নের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হন মো. সবুজ। হেরে যান সাবেক মেম্বার নুরুল ইসলাম। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
‘সবুজ মেম্বারের অনুসারীদের কথা হলো, ভোটের দিন যারা নুরুল ইসলামের পক্ষ নিয়েছে তাদের সঙ্গে কোনো আপোষ নেই। এ নিয়ে শনিবার সকালে এই দুই পক্ষের লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। তাদের মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।’
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে জানিয়ে ওসি বলেন, ‘এখন পরিস্থিতি স্বাভাবিক।’
এ বিষয়ে জানতে সবুজ ও নুরুল ইসলামের মোবাইলে ফোন দেয়া হলে বন্ধ পাওয়া যায়।
৯ নম্বর পশ্চিম বাঙ্গরা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মো. বাহার খান নিউজবাংলাকে বলেন, ‘গেলো নির্বাচনে দুই মেম্বারের সমর্থকদের মধ্যে ভোট দেয়া, না দেয়া নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। শুক্রবার রাতে এই দুই দলের সদস্যদের আমার কার্যালয়ে ডাকি। কিন্তু তারা কোনো পক্ষই আমার কথা শুনেনি।’