জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত ছিলেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি দাবি করেছেন, জিয়াউর রহমান জড়িত না থাকলে কারও সাহস ছিল না বঙ্গবন্ধুকে হত্যা করার।
জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন।
রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) শুক্রবার বিকেলে ওই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি এর আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর বাড়ি যখন ঘেরাও করা হয় তখন ৩২ নম্বরের ওপরে উঠে তিনি টেলিফোন করেছিলেন। তাদের মধ্যে সেনা কর্মকর্তা, রাজনৈতিক সহকর্মী ছিলেন। কে রেসপন্স করেছেন, জানি না। শুধু জানি, যাদের টেলিফোন করেছিলেন, তাদের মধ্যে কর্নেল জামিল ছাড়া আর কেউই এগিয়ে আসেননি। জিয়াউর রহমান জড়িত না থাকলে কারও সাহস ছিল না বঙ্গবন্ধুকে হত্যা করে।’
তিনি আরও বলেন, ‘মেজর ডালিম যখন গেছে, প্রথম দর্শনেই জিয়াউর রহমান বলেছেন, ইউ হ্যাভ ডান এ গুড জব।
‘এই প্রশ্নের উত্তর বিএনপি কেন দেয় না? আগস্ট মাস এলে তারা কেন এত ভয় পায়? ইতিহাসের সত্যের মুখোমুখি হতে চায় না।’
সেতুমন্ত্রী যোগ করেন, ‘পলাশীতে মীর জাফর আলী খাঁ, পঁচাত্তরে খন্দকার মোস্তাক। পলাশীতে সেনাপতি ইয়ার লতিফ, রাজবল্লভ আর পঁচাত্তরে সেনাপতি দেখলাম জিয়াউর রহমান। একই রূপ, বিশ্বাসঘাতকের রূপ।’
এ সময় অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, ‘এই বৈশ্বিক সংকট আমাদেরকেও অ্যাফেক্ট করেছে। এটা আমরা তৈরি করিনি। তারপরও চরম মূল্য দিতে হচ্ছে। মানুষের কষ্ট হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা অনুধাবন করেন। খুব বেশি দিন কষ্ট করতে হবে না।’
রোহিঙ্গা সমস্যা নিয়ে বিএনপি আন্তর্জাতিক মহলে অভিযোগ ছাড়া আর কিছু করেনি বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম।
বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।