বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাবিতে হর্ন বাজানোর বিরুদ্ধে প্রতিবাদ

  •    
  • ২৬ আগস্ট, ২০২২ ২৩:৩৮

মতিউর রহমান বলেন, ‘প্রতিনিয়ত চতুর্পাশ থেকে হর্ন বেজেই চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন চেষ্টা করেও থামাতে পারছে না। তাই আমি ব্যক্তি উদ্যোগে এখানে দাঁড়িয়েছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়িচালকদের অযথা হর্ন বাজানোর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এক শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শুক্রবার বিকেলে এই শিক্ষার্থী একাই অবস্থান নেন।

‘জিরো টলারেন্স অ্যাগেইনস্ট হর্ন’ এবং 'নো হর্ন এট ডিইউ’ লেখা ব্যানার নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানান তিনি।

ওই শিক্ষার্থীর নাম মতিউর রহমান সরকার দুখু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ।

মতিউর রহমান বলেন, ‘আমার দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন অযথা কোনো হর্ন বাজানো না হয়। হর্ন বাজানোর কারণে শিক্ষার্থীদের পড়ার অনেক ক্ষতি হচ্ছে। পড়ার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এর প্রতিবাদে ১৫ দিন আগে আমি শিক্ষার্থীদের কাছ থেকে গণ স্বাক্ষর নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলাম।

‘কিন্তু এখনও প্রতিনিয়ত চতুর্পাশ থেকে হর্ন বেজেই চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন চেষ্টা করেও থামাতে পারছে না। তাই আমি ব্যক্তি উদ্যোগে এখানে দাঁড়িয়েছি।’

মতিউর বলেন, ‘আমার উদ্দেশ্য সবাইকে সচেতন করা। আমি চাই সবাই নিজ থেকে সচেতন হয়ে হর্ন না দিক। সবার প্রতি আমার বিনীত অনুরোধ, কেউ হর্ন বাজাবেন না।’

এ বিভাগের আরো খবর