বিজ্ঞানভিত্তিক ইসলামি শিক্ষার দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে ইসলামী ছাত্র আন্দোলনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি তোলেন সংগঠনটির নেতারা।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
তিনি বলেন, ‘শিক্ষা যে কোনো জাতির অর্থনৈতিক ও রাজনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি। নৈতিকতা ও মূল্যবোধ চর্চার কথা নতুন শিক্ষাক্রমে বার বার উল্লেখ করা হলেও ইসলাম শিক্ষাকে সামষ্টিক মূল্যায়নে ও একাদশ-দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ থেকে বাদ দিয়ে মানবিক বিভাগে ঐচ্ছিক রেখে কৌশলে সংকুচিত করা হয়েছে। যার ফলে ভবিষ্যৎ প্রজন্ম নীতি নৈতিকতাহীন দুর্নীতিগ্রস্ত প্রজন্ম হিসেবে গড়ে ওঠার দ্বার উন্মোচিত হবে।’
দ্বাদশ সংসদ নির্বাচনে সিইসি দেড়শ আসনে ইভিএমে নির্বাচনের যে সিদ্ধান্ত নিয়েছেন এটি শুধু আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় বসানোর অপকৌশল বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘সব রাজনৈতিক দলের তীব্র আপত্তি ও ইভিএমে অনাস্থা সত্ত্বেও নির্বাচন কমিশন কর্তৃক ১৫০ আসনে ইভিএমে নির্বাচনের সিদ্ধান্ত অযৌক্তিক।’
চরমোনাই পীর বলেন, ‘প্রায় সব রাজনৈতিক দল ইভিএম-এর বিপক্ষে মতামত দিয়েছে। কিন্তু সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তাদের মতামতকে আমলে নেয়া হয়নি। রাজনৈতিক দলগুলোকে ডেকে মতামত নেয়ার পর তাদের আশ্বস্ত করে এখন ধোঁকা দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।’
সভাপতির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম বলেন, ‘বাংলাদেশ সুবর্ণজয়ন্তী উদযাপন করলেও এখনও আমরা শিক্ষার সংকট থেকে বের হতে পারিনি। বিজ্ঞানভিত্তিক, কর্মমুখী ও সর্বজনীন ইসলাম শিক্ষা কাঠামো প্রণয়নের জন্য আমাদের রাজপথে নামতে হচ্ছে। দেশের উন্নতির জন্য ডেমোগ্রাফিক ডেভিডেন্ড সুবিধা ব্যবহারে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।’
তিনি বলেন, ‘যেখানে দেশের শিক্ষিত কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে সরকার বার বার ব্যর্থতার পরিচয় দিয়েছে, সেখানে কারিগরি শিক্ষার সংকোচন নীতি গ্রহণ করা হচ্ছে।’
তিনি পলিটেকনিক শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি ও আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।
ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ মুহাম্মাদ আল-আমিন সমাবেশে সঞ্চালনা করেন।
সমাবেশে অন্যদের মধ্যে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
সংগঠনটির কয়েক হাজার নেতাকর্মী সমাবেশে উপস্থিত ছিলেন।