চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিনসহ ১২ পুলিশ সদস্য ও বিএনপির ৩০ নেতাকর্মী আহত হয়েছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে দফায় দফায় সংঘর্ষ হয়।
বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) এস এম আরিফুর রহমান নিউজবাংলাকে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন ।
তিনি বলেন, ‘বিকেলে আমরা তাদের রাস্তায় না ওঠার অনুরোধ করছিলাম। তারা কথা না শুনে লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। তাদের হামলায় ওসিসহ ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন।’
এ বিষয়ে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, ‘জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, অসহনীয় লোডশেডিং এবং ভোলায় গুলিতে দুই নেতা নিহতের প্রতিবাদে বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল পুকুরিয়ায়। সেখানে আওয়ামী লীগ ও পুলিশ আমাদের প্রোগ্রাম করতে দেয়নি। তাই সাবেক সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরীর বাড়ির সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিল বের করি। রাস্তায় ওঠার আগেই পুলিশ হামলা চালায়। হামলায় আমাদের অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার আরমান চৌধুরী জানান, সংঘর্ষের পর আহত অবস্থায় ৯ পুলিশ সদস্য ও সাধারণ পোশাকের ৮-১০ জনকে ভর্তি করা হয়েছে।