জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
সদর উপজেলার লেবুতলা বাজারে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সমাবেশ হয়। লেবুতলা ইউনিয়ন বিএনপি এ আয়োজন করে।
সমাবেশে খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে গেছে। বেড়েছে কৃষি উৎপাদন ব্যয়ও। জাতীয় সংসদে জনগণের সমস্যা নিয়ে কোনো কথা হয় না। এ কারণে বিএনপি রাজপথে জনগণের সংসদ স্থাপন করেছে। যেন জনগণের সমস্যা নিয়ে আমরা কথা বলতে পারি।’
তিনি বলেন, ‘সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন চলছে। এর প্রতিবাদ জানাতেই আন্দোলনে নেমেছে বিএনপি। এ আন্দোলন সর্বত্র ছড়িয়ে দিতে হবে।’
উপজেলা বিএনপি নেতা মোস্তফা মনোয়ারুল ইসলার হ্যাপি সমাবেশে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগম ও সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা।