বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘বিশ্বে যত খারাপ অবস্থাই হোক, বাংলাদেশে অভাব হবে না’

  •    
  • ২৬ আগস্ট, ২০২২ ১৮:০৭

শিল্পমন্ত্রী বলেন, ‘আমাদের ব্যবসায়ীরা একটু বে‌শি সুযোগ নিচ্ছেন। আমরা ব্যবসায়ীদের নী‌তিমালার মধ্যে আনতে পা‌রি‌নি। চেষ্টা কর‌ছি সা‌র্বিকভাবে বাজার নিয়ন্ত্রণের। মানুষের ভোগান্তি কমানোর চেষ্টা কর‌ছি। তবে বিশ্বে যত খারাপ অবস্থাই হোক না কেন, বাংলাদেশে কোনো কিছুরই কোনো রকম অভাব হবে না।’

বিশ্বে যত খারাপ অবস্থাই হোক, বাংলাদেশে কোনো অভাব হবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শুক্রবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবা‌দিকদের তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘নির্মাণসামগ্রীর মধ্যে সিমেন্ট ও রডের দাম বেড়েছে। আমাদের এখানে ব্যবসায়ীরা একটু বে‌শি সুযোগ নিচ্ছেন। আমরা ব্যবসায়ীদের নী‌তিমালার মধ্যে আনতে পা‌রি‌নি। চেষ্টা কর‌ছি সা‌র্বিকভাবে বাজার নিয়ন্ত্রণের। মানুষের ভোগান্তি কমানোর চেষ্টা কর‌ছি। তিন মাসের মধ্যে একটা প‌রি‌স্থি‌তি সৃ‌ষ্টি হবে, যেখানে অনেক কষ্ট লাঘব হবে। বিশ্বে যতই খারাপ অবস্থা হোক না কেন, বাংলাদেশে কোনো কিছুরই কোনো রকম অভাব হবে না।’

তিনি বলে‌ন, ‘দেশে সারের নিজস্ব উৎপাদন রয়েছে। গতকালও (বৃহস্পতিবার) আমরা সার নিয়ে মি‌টিং করে‌ছি। দেশে সারের কোনো সংকট নেই। কৃ‌ষিকে বাঁচিয়ে রাখার জন্য আমরা কাজ কর‌ছি।’

টুঙ্গিপাড়ায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

প্রতিমন্ত্রী বলে‌ন, ‘বাংলাদেশে খাদ্যশস্য ও সারের কোনো সংকট নেই। বর্তমানে ছয়-সাত লাখ টন সার মজুত রয়েছে। কিছু ব্যবসায়ী ইউক্রেন-রা‌শিয়া যুদ্ধকে পুঁজি করে কৃ‌ক্রিম সংকট সৃ‌ষ্টি করে দ্রব্যমূল্য বাড়াচ্ছে। এসব অ‌তি মুনাফালোভীদের কারণে পণ্যের দাম বাড়ছে। তাদের জন্য জনগণকে কষ্ট পোহাতে হচ্ছে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প সচিব জাকিয়া সুলতানা, বিসিআইসির চেয়ারম্যান শাহ্‌ মো. ইমদাদুল হক, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূরুল আলম, জনেন্দ্রনাথ সরকার, এসএম আলম, যুগ্ম সচিব মো. আব্দুল ওয়াহেদ ও জেলা প্রশাসক শা‌হিদা সুলতানা।

পরে শিল্পমন্ত্রী গোপালগঞ্জ সদরের ঘোনাপাড়ায় বিসিআইসির নির্মাণাধীন সারের বাফার গোডাউন পরিদর্শন করেন।

এ বিভাগের আরো খবর