‘শিক্ষার্থীদের দেয়া সালাম না নিয়ে কটূক্তি করেছেন’- সনাতন ধর্মাবলম্বী এক নারী শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে বিক্ষোভ হয়েছে কুষ্টিয়ার একটি স্কুলে। পরে পুলিশ গিয়ে উদ্ধার করেছে ওই শিক্ষককে। পরিস্থিতি সামাল দিতে বুধবার থেকে বন্ধ রাখা হয়েছে স্কুল।
অভিযোগ অস্বীকার করেছেন ওই শিক্ষক। স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনও বলছে, কোনো গোষ্ঠী পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার ভিত্তিহীন অভিযোগ তুলে অস্থিরতা তৈরি করছে। ফেসবুকেও প্রচার করা হচ্ছে উসকানিমূলক বক্তব্য। এতে আতঙ্কে গৃহবন্দি দিন কাটছে ওই শিক্ষকের।
কুষ্টিয়ার ভেড়ামারায় দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ওই শিক্ষকের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত বুধবার কয়েক ঘণ্টা ধরে বিক্ষোভ করে শিক্ষার্থী ও বহিরাগতরা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
পুলিশ বলছে, স্কুল কর্তৃপক্ষ তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে। আর স্কুলের প্রধান শিক্ষক বলেছেন, এ ব্যাপারে শনিবার বিকেলে পরিচালনা কমিটির বৈঠক হবে। সেখানেই করণীয় ঠিক করা হবে।
দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘ঘটনার শুরু গত সপ্তাহে। সেদিন ওই শিক্ষক এক ছাত্রকে শ্রেণিকক্ষে স্কেল দিয়ে মেরেছেন বলে অভিযোগ ওঠে।
‘সেদিন অষ্টম শ্রেণির ক্লাসে দুই ছাত্রী পাথর ছোড়াছুড়ি করছিল। এ সময় পেছন থেকে এক ছাত্র ম্যাডামকে বারবার ডাকছিল। ম্যাডাম ভেবেছিলেন ওই ছাত্রই পাথর ছুড়ছে। তিনি তাকে শাসন করতে স্কেল দিয়ে মারেন। তবে পরে ছেলেটি আমাকে জানায় সে পাথর ছোড়েনি।
‘পরদিন তার মা-বাবা স্কুলে আসেন। আমরা বিষয়টি মীমাংসা করে দিই। ম্যাডাম তার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নেন। অভিভাবকরা বিষয়টি নিয়ে আর কোনো অভিযোগ করেননি।’
প্রধান শিক্ষক বলেন, ‘এরপর বুধবার সকালে যথারীতি স্কুল শুরু হয়। ১০টা ২০ মিনিটে অ্যাসেম্বলি শেষের পর শিক্ষার্থীরা ক্লাসে চলে যায়। ক্লাস শুরুর পর হঠাৎ অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অভিযোগ করে, ওই শিক্ষক ধর্ম নিয়ে কটূক্তি করেছেন।
‘অষ্টম শ্রেণির ছাত্ররা ক্লাস নাইন-টেনের ছাত্রদের সঙ্গে বিষয়টি শেয়ার করে বলে পরে শুনেছি। ছাত্ররা এই অভিযোগ শুরুর পরই কিছু বহিরাগত স্কুলে ঢুকে পড়ে। তারা ক্লাসের বাইরে দাঁড়িয়ে অভিযোগ করে, শিক্ষক ধর্ম নিয়ে কটূক্তি করেছেন।’
প্রধান শিক্ষক আরও বলেন, ‘প্রথমে পাঁচ-সাতজন বহিরাগত আসে স্কুলে। তারা এই ছাত্রদের বড় ভাই বা স্থানীয় হতে পারে। একপর্যায়ে তাদের স্কুল থেকে বের করে দেয়া হয়। কিছুক্ষণ পর তারা ৫০ জনের মতো লোক নিয়ে আবার স্কুলে আসে। এরপর ছাত্ররা তাদের সঙ্গে যোগ দিয়ে বিক্ষোভ শুরু করে।’
যার বিরুদ্ধে অভিযোগ সেই শিক্ষক কবে বা কীভাবে ধর্ম অবমাননা করেছেন, সে বিষয়ে বিক্ষোভকারীদের বক্তব্যে প্রচুর অসংগতি ছিল বলে জানান প্রধান শিক্ষক।
তিনি বলেন, ‘কেউ বলে ম্যাডাম ধর্ম নিয়ে অনেক আগে কটূক্তি করেছে। কেউ বলছে ১৫ দিন আগে, কেউ বলছে রোজার মধ্যে বলেছে। কিন্তু কেউ নির্দিষ্ট করে কিছু বলতে পারছে না। আমাদের ধারণা, এক শিক্ষার্থীকে স্কেল দিয়ে আঘাতের ঘটনার পর এ বিষয়টি ছড়ানো হয়েছে।
‘আমরা ওই শিক্ষককে এ বিষয়ে জিজ্ঞাসা করেছি। তিনি জানিয়েছেন, কখনও ধর্ম নিয়ে কোনো কটূক্তি করেননি।’
বিক্ষোভ শুরু হওয়ার পর পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসনকে খবর দেয় স্কুল কর্তৃপক্ষ।
প্রধান শিক্ষক মমিনুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘আমি ইউএনও, ম্যানেজিং কমিটির সদস্য, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে খবর দিই। এরপর পুলিশ এসে ওই শিক্ষককে নিরাপত্তা দিয়ে স্কুল থেকে নিয়ে যায়।’
বিক্ষোভকারীরা প্রধান শিক্ষকের বাড়িতেও হামলা করে। মমিনুল ইসলাম বলেন, ‘স্কুলের পাশেই আমার বাড়ি। পুলিশ এসে ছেলেমেয়েদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর তারা আমার বাড়িতেও হামলা করে। ইটপাটকেল ছোড়ে।’
তিনি বলেন, ‘ঘটনার পর উপজেলা প্রশাসন, শিক্ষা কর্মকর্তা ও স্কুল পরিচালনা কমিটির নির্দেশে স্কুল বন্ধ রাখা হয়েছে। শনিবার বিকেল ৪টায় স্কুল পরিচালনা কমিটির বৈঠকে বাকি সব সিদ্ধান্ত হবে। রোববার স্কুল খুলবে কি না, ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন হবে কি না, সে ব্যাপারে আলোচনা হবে।’
বিষয়টি নিয়ে নিউজবাংলা শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেছে। দশম শ্রেণির এক ছাত্র অভিযোগ করে, ‘১৫-২০ দিন আগে আমাদের ক্লাসের সামনে দিয়ে ম্যাডাম আসছিলেন। আমি ম্যাডামকে সালাম দিই। উনি বলেন, সালাম আমাকে না দিয়ে অন্য কাউকে দিও।’
এ ব্যাপারে প্রধান শিক্ষককে কোনো অভিযোগ করা হয়েছিল কি না জানতে চাইলে রাহুল বলে, ‘প্রধান শিক্ষককে জানাইনি। এর কয়দিন পর শুনলাম ক্লাস এইটে গিয়েও ম্যাডাম একই কথা বলেছেন। তাই আমরা একসঙ্গে এর প্রতিবাদ করার চিন্তা করি।’
নবম শ্রেণির এক ছাত্রের অভিযোগ, ‘আমি ক্লাসের মধ্যে দুই মাস আগে ম্যাডামকে সালাম দিই। তিনি সালাম নেননি।’
এ ব্যাপারে প্রধান শিক্ষককে জানানো হয়েছে বলে দাবি করছে ছাত্ররা। তবে এ বিষয়ে প্রধান শিক্ষক বলেন, ‘এমন কেনো অভিযোগ আমি পাইনি।’
ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন ওই নারী শিক্ষক। তিনি নিউজবাংলাকে বলেন, ‘আমার কারও সঙ্গে বিরোধ নেই। কারও সঙ্গে দুর্ব্যবহারও করিনি। ক্লাসে পাথর ছোড়াছুড়ির কারণে এক শিক্ষার্থীকে ভুলক্রমে আঘাত করেছিলাম। এতে আমারই ভুল ছিল। তবে তার অভিভাবকদের সঙ্গে কথা বলে সমাধান হয়েছে। আমি ক্ষমা চেয়েছি। তবে এরপর নতুন করে ইসলামবিরোধী কথা বলার অভিযোগ এনে উত্তেজনা তৈরি করা হয়েছে।’
তিনি বলেন, ‘শিক্ষার্থীরা আমাকে সালাম দিলে আমি সব সময় উত্তর দিই। ধর্ম অবমাননাকর কিছু আমি কখনই বলিনি।’
স্কুল থেকে উদ্ধারের পরের ঘটনা জানিয়ে তিনি বলেন, ‘প্রশাসন আমাকে নিরাপত্তা দিয়ে থানায় আনে। পরে রাতে বাড়ি ফিরি। আমি আতঙ্কে আছি। এ ধরনের ষড়যন্ত্র আবারও হতে পারে।’
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমজাদ হোসেন নিউজবাংলাকে বলেন, ‘এ ঘটনা একটা ষড়যন্ত্র। এটা ম্যাডামের প্রতি ক্ষোভ থেকে করা হয়েছে। তার সঙ্গে ব্যক্তিগত ক্ষোভ থেকে এগুলো করা হয়ে থাকতে পারে। আমি প্রতিটি ক্লাসে ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করেছি। তারা নির্দিষ্ট করে কিছু বলতে পারেনি।
‘কোনো অভিভাবককেও কোনো ছাত্র আগে থেকে কোনো অভিযোগ করেনি। কোনো অভিভাবক এসেও আমাদের কাছে কোনো অভিযোগ করেনি। হঠাৎ করে বুধবার তারা এসব কথা বলেছে।’
তিনি বলেন, ‘স্কুলে জড়ো হওয়া বহিরাগতরা আমার এলাকার। এরা স্কুলে পড়াশোনা করে না। আমার মনে হচ্ছে এরা জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ত। তারা আল্লাহু আকবর বলে বিশৃঙ্খলা তৈরি করে। দেয়াল টপকে স্কুলে আসে। তাদের এই শিক্ষকের সঙ্গে ব্যক্তিগত কোনো আক্রোশ থাকতে পারে। তিনি হিন্দু এই জন্যই তার সঙ্গে এটা করা হয়েছে বলে আমি মনে করছি।’
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবর রহমান নিউজবাংলাকে বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। রিউমার ছড়িয়ে কেউ পরিস্থিতি অস্থিতিশীল করে কোনো সুবিধা নেয়ার চেষ্টা করেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। স্কুল কর্তৃপক্ষ তদন্ত কমিটি করে এ ব্যাপারে ব্যবস্থা নেবে।’