মাদারীপুরে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার দ্বন্দে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা হয়েছে।
রাজৈর থানায় শুক্রবার সকালে ১২ থেকে ১৫ জনের নামে মামলা করেন ওই যুবকের বাবা।
এর আগে ১৫ আগস্ট সন্ধ্যায় ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে এবাদত মুন্সির সঙ্গে কাঁচাবালী গ্রামের রাকিবের কথা কাটাকাটি হলে এবাদতকে ছুরিকাঘাত করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবাদত মুন্সী। শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন নিউজবাংলাকে এসব তথ্য জানিয়েছেন।
নিহতের পিতা আবু জালাল মুন্সি জানান, ১৫ আগস্ট সন্ধ্যায় রাকিব এবাদতকে পেটে ধারালো ছুরি দিয়ে গুরুতর আহত করে। এ সময় একই গ্রামের শাহাদাত মুন্সি এগিয়ে এলে তাকেও আঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন আহত দুইজনকে রাজৈর হাসপাতালে ভর্তি করে।
এবাদতের অবস্থার অবনতি হলে তাকে সেদিন রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন বৃহস্পতিবার রাতে এবাদত মারা যায়।
তিনি আরও বলেন, ‘একই ইউনিয়নের কাঁচাবালী গ্রামের রাকিব মীরসহ ১২ থেকে ১৫ জনের একটি দল আমার ছেলেকে কুপিয়ে মারাত্মক জখম করল। এতে আমার ছেলের ফুসফুস ছিদ্র হয়ে গেছিল। আমি রাজৈর থানায় দোষীদের বিচারের দাবিতে মামলা করছি। আমার ছেলে হত্যার কঠোর বিচার দাবি করি। আগামীতে যেন এমন করে কোনো বাবাকে সন্তান হারা হতে না হয়।’
ওসি আলমগীর হোসেন বলেন, ‘এ ঘটনার পর থেকে অভিযুক্ত রাকিবসহ জড়িতরা এলাকা থেকে গা-ঢাকা দিয়েছে। তাদের বাড়িতে কাউকে পাওয়া যায়নি। তার মৃত্যুর খবর পেয়েই কবিরাজপুর এলাকায় ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা করেছে। দোষীদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।’