গাইবান্ধার ফুলছড়িতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম আশিকুর রহমান রকি হত্যা মামলার আসামি সানু মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপপরির্দশক (এসআই) মো. নুরুজ্জামান বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সানু মিয়ার বাড়ি গাইবান্ধা জেলা শহরের পূর্বপাড়া এলাকায়। এ নিয়ে মামলার এজাহারভুক্ত ৪ জনসহ ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, গত বছরের ১১ জুলাই রাতে মায়ের ওষুধ কিনে শহর থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফুলছড়ির মধ্য কঞ্চিপাড়ায় ফিরছিলেন রকি। পথে পূর্বপাড়ার হালিম বিড়ি ফ্যাক্টরি মোড় এলাকায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
পরদিন সদর থানায় হত্যা মামলা করেন রকির ভাই আতিকুর রহমান সরকার।
এসআই বলেন, ‘মামলার তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে। দ্রুতই আদালতে চার্জশিট দেয়া হবে।’