প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জটিল রোগে আক্রান্ত টাঙ্গাইলের মির্জাপুরের দুই ভাইবোন পিন্টু ও নাসরিনের চিকিৎসা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের ভর্তি করা হয়েছে।
পিন্টু ও নাসরিনের গলগণ্ড বা থাইরয়েডের চিকিৎসা করানো হতদরিদ্র মা-বাবার পক্ষে সম্ভব হচ্ছিল না। সংবাদমাধ্যমে খবরটি প্রকাশ হলে তা নজরে আসে প্রধানমন্ত্রীর। এরপর দরিদ্র পরিবারের সন্তান এই দুই ভাইবোনের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশনা দেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশে বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলম দুই ভাইবোনের চিকিৎসার ব্যবস্থা করেন।
বর্তমানে প্লাস্টিক সার্জারির বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. তানভীর আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাদের। তাদের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।
পিন্টুকে বার্ন ইনস্টিটিউটের ৮০১ নম্বর পুরুষ ওয়ার্ডের ৩০ নম্বর বেডে এবং নাসরিনকে ৯০১ নম্বর মহিলা ওয়ার্ডের ৩০ নম্বর বেডে ভর্তি করা হয়। এর পর পরই তাদের বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আগামী কয়েক দিনের মধ্যে মেডিক্যাল বোর্ড গঠন করে তাদের মূল চিকিৎসা শুরু হবে।