বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাওনা টাকার ‘দ্বন্দ্বে’ শিলের আঘাতে হত্যা

  •    
  • ২৫ আগস্ট, ২০২২ ১৯:৩৭

মুন্নিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে এই র‍্যাব কর্মকর্তা জানান, আফিয়ার বাসায় মুন্নি সাবলেট থাকতেন। বিভিন্ন সময় আফিয়ার কাছে তিনি টাকা গচ্ছিত রাখতেন। সেই টাকা ফেরত চাইলে আফিয়া তা দিতে চাননি। 

সিলেট নগরের উত্তর বালুচরের সোনার বাংলা আবাসিক এলাকায় গৃহবধূ আফিয়া বেগম সামিহাকে হত্যার অভিযোগে তার বাসায় সাবলেটে থাকা এক নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সংস্থাটি বলছে, পাওনা টাকার দ্বন্দ্বে মাজেদা খাতুন মুন্নি নামে ওই নারী আফিয়াকে শিলের আঘাতে হত্যা করেন।

বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে র‍্যাব-৯।

সংস্থাটির মিডিয়া অফিসার এএসপি আহসান-আল-আলিম জানান, গত মঙ্গলবার রাত ১১টার দিকে উত্তর বালুচর এলাকার ফোকাস-৩৬৪ নম্বর পাঁচতলা বাসা সিকান্দর মহলের নিচতলার একটি ফ্ল্যাটের তালা ভেঙে আফিয়ার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

সিলেটের শাহপরান থানায় গত ২৪ আগস্ট হত্যা মামলা করেন নিহতের মা; তদন্তে নামে র‍্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্নিকে বৃহস্পতিবার ভোরে হবিগঞ্জের বানিয়াচংয়ে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

মুন্নিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে এই র‍্যাব কর্মকর্তা জানান, আফিয়ার বাসায় মুন্নি সাবলেট থাকতেন। বিভিন্ন সময় আফিয়ার কাছে তিনি টাকা গচ্ছিত রাখতেন। সেই টাকা ফেরত চাইলে আফিয়া তা দিতে চাননি।

র‍্যাব কর্মকর্তা জানান, গত ২০ আগস্ট পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। সে সময় রান্নাঘর থেকে শিল এনে আফিয়ার মাথায় আঘাত করেন মুন্নি। সে সময় বাসায় থাকা আফিয়ার শিশুকন্যা বেঁচে যায়। তার কান্নাকাটি শুনে পরদিন ঘর থেকে আফিয়ার রক্তাক্ত দেহের সন্ধান পায় এলাকার লোকজন।

র‍্যাব জানায়, মুন্নিকে শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো খবর