হর্ন দেয়ায় উত্তেজিত হয়ে রাষ্ট্রপতির ছেলের গাড়িচালক নজরুল ইসলামকে মারধরের অভিযোগে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম তরিকুল ইসলামের আদালত আগামী ১৯ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন।
এদিন এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের কথা ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি।
গত ২৭ জুন মারধর ও হত্যার হুমকির অভিযোগে ভুক্তভোগী চালক ওয়ারী থানায় মামলাটি করেন। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের কর্মী কৌশিক সরকার সাম্যসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করা হয়।
মারধরের শিকার নজরুল ইসলাম রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের ছেলে রিয়াদ আহমেদ তুষারের গাড়ির চালক।
গত ২৬ জুন ওয়ারীতে জবির শহীদ সৈয়দ নজরুল ইসলাম হলের কাছে কৌশিককে সাইড দিতে বলায় ঘটনার সূত্রপাত। সেখানে মারধরের পর আবার চালককে হলে নিয়েও মারা হয়।
কৌশিক ফেসবুকে নিজেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী হিসেবে উল্লেখ করেছেন। তবে ছাত্রলীগের কমিটির সাধারণ সম্পাদক আকতার হোসাইন বলেছেন, কৌশিক তাদের কর্মী নন।
মামলার বিষয়ে ওসি কবীর হোসেন হাওলাদার বলেন, ‘রাষ্ট্রপতির ছেলের গাড়িচালক নজরুল ইসলাম গাড়ি ঘোরাচ্ছিলেন, ছেলেটা সেখানে দাঁড়িয়েছিল। ড্রাইভার বলছেন ছেলেটার গায়ে লাগেনি, হর্ন দিয়েছিলেন সরে যাওয়ার জন্য। ছেলেটা প্রথমে চালককে থুথু দেন, তারপর মারধর করেন। পরে আবার সৈয়দ নজরুল ইসলাম হলে নিয়ে গিয়ে চার-পাঁচজন মিলে মারধর করে চালককে।’
কৌশিক ২০১৯ সালে এক সাংবাদিককে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার হয়েছিলেন।