বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু

  •    
  • ২৫ আগস্ট, ২০২২ ১৩:০৬

শিমুলিয়া ঘাটের বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, আপাতত ৩০টি লঞ্চের পাশাপাশি ৩০ থেকে ৪০টি স্পিডবোট চলাচল করবে নৌরুটে। পরবর্তী সময়ে যাত্রী চাহিদার ভিত্তিতে নৌযান সংখ্যা বাড়ানো হবে।

টানা প্রায় দুই মাস বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলার শিমুলিয়া ঘাট থেকে শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে।

এই নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয় বৃহস্পতিবার সকাল থেকে।

শিমুলিয়া ঘাটের বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, পদ্মা সেতু উদ্বোধনের পর যাত্রীসংকটে লঞ্চ ও স্পিডবোট চলাচলে অচলাবস্থা তৈরি হয়। এতে বিড়ম্বনায় পড়েন স্বল্প দূরত্বের যাত্রীরা। এ ছাড়া ঘাটকেন্দ্রিক রাজস্ব আদায়ও বিঘ্নিত হচ্ছে। লোকাল বাস সার্ভিস যাত্রী পরিবহন করে ঘাট পর্যন্ত পৌঁছে দিতেন, তারা পদ্মা বহুমুখী সেতু চালু হওয়ার পর সংশ্লিষ্ট জায়গাগুলোতে তাদের সেবা বন্ধ করে ফেলায় যাত্রী ভোগান্তি তৈরি হয়।

যাত্রী ভোগান্তি নিরসন, নৌযানগুলোর পুনরায় চলাচল এবং ঘাটমুখী বিভিন্ন পেশার জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতেই বিআইডব্লিউটিএ থেকে লঞ্চ-স্পিডবোট চালুর এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘লৌহজং-মাদারীপুরের শিবচর-শরীয়তপুরের জাজিরাসহ সংশ্লিষ্ট বিভিন্ন এলাকায় বসবাসরত যাত্রী সাধারণকে পুনরায় নৌযান দ্বারা যাত্রী সেবা দিতে আবার লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করা হয়েছে।

‘সকাল থেকে লঞ্চ-স্পিডবোট চালুর ব্যাপারে এ উদ্যোগের সঙ্গে শিমুলিয়া ঘাটমুখী বিভিন্ন লোকাল বাস মালিক সমিতি, স্পিডবোট মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতি সংশ্লিষ্ট সব ইজারাদার সহমত জানিয়েছেন। আপাতত ৩০টি লঞ্চের পাশাপাশি ৩০ থেকে ৪০টি স্পিডবোট চলাচল করবে নৌরুটে। পরবর্তী সময়ে যাত্রী চাহিদার ভিত্তিতে নৌযান সংখ্যা বাড়ানো হবে।’

গত ২৬ জুন থেকে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হলে অচল হয়ে পড়ে শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুট। এ কারণে এই রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই মাস বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় চলাচল শুরু হলো।

এ বিভাগের আরো খবর