বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাম জোটের হরতালের সমর্থনে ঢাবিতে মশাল মিছিল

  •    
  • ২৫ আগস্ট, ২০২২ ০০:১২

মিছিল-পূর্ব সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদেকুল ইসলাম সোহেল বলেন, ‘সরকার সারের দাম বাড়িয়ে দিল, তেলের দাম বাড়িয়ে দিল। জনগণের প্রতি দায়িত্ব থাকলে কোনো সরকার এমনটা করতে পারে না। তেলের দাম বাড়ার কারণে নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম বেড়ে গেছে। মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।’

জ্বালানি তেল, দ্রব্যমূল্য ও যাতায়াত ভাড়া বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক বাম জোটের ডাকা আজ বৃহস্পতিবার দেশব্যাপী অর্ধদিবস হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মশাল মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে পুনরায় রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় তারা ‘মূল্যবৃদ্ধির প্রতিবাদে, হরতাল হরতাল’, ‘তেলের দাম বাড়ল কেন শেখ হাসিনা জবাব চাই’, ‘মূল্যবৃদ্ধির আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ স্লোগান দেয়।

সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদেকুল ইসলাম সোহেল বলেন, ‘সরকার সারের দাম বাড়িয়ে দিল, তেলের দাম বাড়িয়ে দিল। জনগণের প্রতি দায়িত্ব থাকলে কোনো সরকার এমনটা করতে পারে না। তেলের দাম বাড়ার কারণে নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম বেড়ে গেছে। মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

এসময় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি রাশেদ শাহরিয়ার, সাধারণ সম্পাদক মুক্তা বাড়ৈ ছাড়াও বামপন্থী বিভিন্ন সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর পর পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র ইউনিয়নও। ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক দীপক শীলের নেতৃতে দশ বারোজন নেতাকর্মী এতে অংশ নেন।

মিছিল শেষে সমাবেশে ফয়েজ উল্লাহ বলেন, ‘এই সরকার রাতের আঁধারে জালানি তেলের দাম বৃদ্ধি করেছে। এই বৃদ্ধির কারণে আজ দিনমজুর- রিকশাচালক থেকে সাধারণ শিক্ষার্থী-চাকরিজীবী সবার অবস্থা শোচনীয়।

‘এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে না পারলে সবকিছুর দাম এভাবে বাড়তেই থাকবে। তাই ঐক্যবদ্ধভাবে হরতাল সফল করতে হবে।

এ বিভাগের আরো খবর