খুলনা মহানগরীতে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের বোনের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক করা হয় ভাগনেকে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ মাসের কারাদণ্ড দেয়া হয়।
নগরীর দৌলতপুর থানাধীন আঞ্জুমান সড়কের ওই বাড়িতে বুধবার বিকেলে অভিযান চালায় মাদকবিরোধী টাস্কফোর্স।
খান জাহান আলী থানা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন জানান, আটক আরিফুজ্জামান রূপম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের মেঝো বোন নারগীসের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান।
তিনি বলেন, ‘মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ১৮ পিস ইয়াবাসহ রূপমকে হাতেনাতে আটক করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদা মুস্তফা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন।’