লালমনিরহাটের কালীগঞ্জে টিসিবির পণ্য না পাওয়ায় ইউপি সদস্যের স্বামী ও ভাসুরের গায়ে এক যুবক গরম তেল ছুড়েছেন বলে অভিযোগ উঠেছে।
রাজিকুল ইসলাম নামে ওই যুবক মদাতী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মায়া বেগমের স্বামী মোফাজ্জল হোসেনের ভাগনে।
ঘটনাটি মায়া বেগমই নিশ্চিত করেছেন। তিনি জানান, কালীগঞ্জের বাবুরহাটে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। তার দগ্ধ স্বামী ও ভাসুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
হাসপাতালে গিয়ে কথা হয় মোফাজ্জলের সঙ্গে। তিনি নিউজবাংলাকে বলেন, ‘আমার ভাগনে রাজিকুলের টিসিবির কার্ড ছিল না। নিজ ভোটার আইডি কার্ড দিয়ে তিনি পণ্য কিনতেন। আজ (বুধবার) কেবল কার্ডধারীদেরই পণ্য দেয়া হচ্ছিল ইউনিয়ন পরিষদে।
‘কার্ড না থাকায় সেখানে গিয়ে পণ্য পাননি রাজিকুল। তাই ক্ষোভে পরিষদের পাশে নিজের হোটেলের কড়াই থেকে পিঁয়াজু ভাজার গরম তেল এনে আমার ও আমার বড় ভাই মোক্তার আলীর গায়ে ঢেলে দেন তিনি। পুলিশ এসে আমাদের হাসপাতালে পাঠায়।’
এ বিষয়ে মেম্বার মায়া বলেন, ‘আমরা টিসিবির কার্ড যাদের দিয়েছি, তারাই পাবে এসব পণ্য। কিন্তু প্রতিবারই রাজিকুল জোর করে এসব নিতে চায়। সেই পণ্য না দেয়ায় আমার স্বামী ও ভাসুরের গায়ে গরম তেল ঢেলে দেন ও মারধরও করেন।’
এ ঘটনার পর থেকে এলাকায় পাওয়া যায়নি রাজিকুলকে।
কালীগঞ্জ থানার ওসি নিউজবাংলাকে জানান, দগ্ধ দুজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।