মাদক মামলায় অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানকে জামিন দিয়েছে আদালত।
বুধবার ঢাকার ৪র্থ যুগ্ম মহানগর দায়রা জজ আমিরুল ইসলামের আদালতে মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য দিন ঠিক ছিল। এদিন বাড়ির ম্যানেজার তাজুল ইসলাম ও দারোয়ান রাশেদ সাক্ষ্য দেন।
এরপর সেলিম প্রধানের পক্ষে তার আইনজীবী শাহিনুর ইসলাম জামিন আবেদন করেন। শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিনের আদেশ দেন আদালত।
সেলিম প্রধান এর আগে মহানগর দায়রা জজ আদালত থেকে বৈদেশিক মুদ্রা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায়ও জামিন পান।
তবে এখনও দুটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় কারামুক্ত হতে পারছেন না তিনি। তার আইনজীবী খাজা গোলামুর রহমান জানান, ‘সেলিম প্রধানের বিরুদ্ধে চারটি মামলা করা হয়। এর মধ্যে দুটি মামলায় তিনি জামিন পেলেন। দুদকসহ দুটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এজন্য তিনি কারামুক্ত হতে পারছেন না। তবে তাকে কারামুক্ত করতে আমরা আইনি লড়াই চালিয়ে যাব।’
র্যাব-১ সেলিম প্রধানকে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে। এরপর তার গুলশান, বনানীর বাসা ও অফিসে অভিযান চালিয়ে নগদ ২৯ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়। একই সঙ্গে হরিণের চামড়া পাওয়া যায়। ওইদিনই সেলিম প্রধানকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ৬ মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান ভ্রাম্যমাণ আদালত। পরদিন গুলশান থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মানি লন্ডারিং আইনে দুটি মামলা করে র্যাব। ওই মামলাগুলোয় কয়েক দফা রিমান্ডে নেয়া হয় তাকে। এরপর তার বিরুদ্ধে দুদক মামলা করে। এ মামলায়ও তাকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দুদক।
র্যাব-১ এর সাব-ইন্সপেক্টর (নি.) হারুন অর রশিদ মাদক মামলাটি তদন্ত করে সেলিম প্রধানসহ তিন জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন। অপর দুই আসামি হলেন- তার সহযোগী আক্তারুজ্জামান ও রোমান।
আদালত গত বছরের ৫ জানুয়ারি তিন আসামির বিরুদ্ধে চার্জগঠন করে। এখন পর্যন্ত তিন জনের সাক্ষ্য শেষ হয়েছে মামলাটিতে।