গোপালগঞ্জ সদরে পরপর চারটি যানবাহন দুর্ঘটনাকবলিত হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন।
সদরের গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন সদরের সুকতাইল গ্রামের ফরহাদ শেখ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসীর উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে খুলনাগামী মাছের খালি পিকআপ ভ্যান উল্টো দিক থেকে আসা থ্রি-হুইলারকে ধাক্কা দেয়। সেটি ছিটকে গিয়ে পেছনে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মোটরসাইকেল গিয়ে পড়ে রাস্তার পাশে থাকা ইজিবাইকের ওপর।
এতে ঘটনাস্থলে থাকা পথচারী নিহত হন। তার পরিচয় জানা যায়নি। মোটরসাইকেলচালক ফরহাদকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।