ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় ৬০ ওয়ারিশের জমি কিনে বেকায়দায় পড়েছেন সজল চৌধুরি নামে এক ক্রেতা৷ জমিতে সাইনবোর্ড লাগাতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন তিনি। পরে লুটপাটের ঘটনাও ঘটে।
হামলা ও লুটপাটের মামলায় বুধবার বিকেলে গড়েয়া বাজার থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া সুশীল রায় ওই এলাকার ঝড়ু রায়ের ছেলে। গ্রেপ্তারের সময় তার বাসায় তল্লাশি করে লুট করা একটি দরজাও পাওয়া যায়।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই বিদ্যুৎ মজুমদার।
মামলার বরাতে নিউজবাংলাকে বিদ্যুৎ জানান, জমি কেনার পর ৩০ জুলাই সেই জমিতে সাইনবোর্ড টাঙাতে গেলে সজল চৌধুরিকে বাধা দেয় স্থানীয়রা। এ সময় সজলের ওপর হামলা করে তার সঙ্গে থাকা ট্রাক্টর থেকে মালামালও লুট করে নিয়ে যাওয়া হয়।
ঘটনার দিন রাতেই ঠাকুরগাঁও সদর থানায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ জনকে আসামি করে হামলা ও লুটপাটের অভিযোগে মামলা করেন সজল।
এসআই বলেন, ‘মামলা তদন্ত করে হামলা ও লুটপাটে জড়িত থাকার প্রমাণ পেয়ে সুশীলকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।’
পুলিশ কর্মকর্তা জানান, মামলার তদন্ত চলমান রয়েছে। জড়িতদের গ্রেপ্তার করা হবে।