বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১০

  •    
  • ২৪ আগস্ট, ২০২২ ২০:১৪

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি।’

ঝিনাইদহে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার বিকেলে সদর উপজেলার ডাকবাংলা ত্রিমোহনী বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সদর উপজেলার ডাকবাংলা বাজারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশের ডাক দেয় বিএনপি। এরই অংশ হিসেবে ত্রিমোহনী বাজার হয়ে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসার সময় তাদের বাধা দেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়ে যায়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে একজনকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর