নিয়োগ ও পরিচয়পত্র প্রদান, বেতন সর্বনিম্ন ২০ হাজার টাকা, কর্মরত অবস্থায় মৃত্যু হলে ১০ লাখ টাকার ক্ষতিপূরণসহ ১০টি দাবি নিয়ে বরিশালে সমাবেশের পর বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন।
বুধবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সংগঠনের বিভাগীয় কমিটির সভাপতি শেখ আবুল হাসেম মাস্টার ওই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন।
মাস্টার বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে মালিকরা ভাড়া বাড়িয়েছে। কিন্তু লঞ্চ শ্রমিকদের বেতন বাড়ানো হয়নি। এ জন্য বর্তমান বাজার পরিস্থিতিতে আমাদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।’
তিনি জানান, চাকরির নিয়োগপত্র প্রদান আর কল্যাণ তহবিল গঠন লঞ্চ শ্রমিকদের দীর্ঘদিনের দাবি। কিন্তু এ বিষয়ে লঞ্চ মালিকদের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।
সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, বজলুর রহমান, একিন আলি, কামরুল ইসলাম, হারুন অর রশিদ, মাসলেম সিকদার, তুষার সেন, আসাদুজ্জামান প্রমুখ।
এর আগে সংগঠনের নেতাকর্মীরা বরিশাল নদীবন্দর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে, যা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়।