পাবনায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় হিজবুত তাওহীদের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
সদর উপজেলার চরঘোষপুর এলাকায় মঙ্গলবার রাতের এ ঘটনায় বুধবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
হিজবুত তাওহীদের জেলা সভাপতি সেলিম আহমেদ জানান, নিহত ২৪ বছর বয়সী সুজন হোসেন ধর্মীয় সংগঠন হিজবুত তাওহীদের কর্মী ছিলেন। সুজনের বাড়ি চরঘোষপুর গ্রামে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম নিউজবাংলাকে এসব তথ্য জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, স্থানীয় কয়েকজনের সঙ্গে হিজবুত তাওহীদ কর্মীদের দ্বন্দ্ব ছিল। মঙ্গলবার সন্ধ্যায় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। রাত ১০টার দিকে আজিম ও আলাল শেখের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন সন্ত্রাসী হাঁসুয়া, চাপাতি, ছুরিসহ দেশীয় অস্ত্র নিয়ে হিজবুত তাওহীদের কার্যালয়ে হামলা চালায়।
এ সময় তারা সুজন, আলামিন, বিজয়, হাবিলসহ অন্তত ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। ছুরিকাঘাতে গুরুতর আহত সুজন ও আলামিনকে রাজশাহী মেডিক্যালে নেয়ার পর সকালে মারা যান সুজন।
অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, পূর্ববিরোধের জেরে সুজন মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার মরদেহ ময়নাতদন্তের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এ ঘটনায় সকালে জাতীয় প্রেস ক্লাবে হিজবুত তাওহীদ কর্মীদের মানববন্ধন হয়েছে।