বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাত ২টার পর ওষুধের দোকানের দরকার নেই: তাপস

  •    
  • ২৪ আগস্ট, ২০২২ ১২:১৮

‘অলিগলির ওষুধের দোকানগুলোকে আমরা রাত ১২টা পর্যন্ত খোলা রেখেছি আর হাসপাতালের পাশে অবস্থিত ফার্মেসিগুলোকে রাত ২টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি, এটা যথেষ্ট সময় দেয়া হয়েছে।’

রাত ১২টা পর্যন্ত সাধারণ ওষুধের দোকান এবং ২টার পর হাসপাতালসংলগ্ন ওষুধের দোকান খোলা রাখার প্রয়োজন দেখছেন না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। এ নিয়ে সমালোচনার মধ্যেই তিনি বললেন, যে সময় নির্ধারণ হয়েছে, তা যথেষ্ট।

রাজধানীর শাহবাগে বুধবার সকালে এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের কাছে এ কথা বলেন মেয়র তাপস।

এতদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় ওষুধের দোকান খোলা থাকছে সারারাত। অনেক দোকানের সামনেই লেখা থাকে ‘২৪ ঘণ্টা খোলা’। তবে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে যে সময় নির্ধারণ করা হয়েছে তাতে এই অতি প্রয়োজনীয় দ্রব্যের দোকান বন্ধ রাখতে হবে নির্দিষ্ট সময়ের পর।

এই সিদ্ধান্তের পক্ষে মত দিয়ে মেয়র তাপস বলেন, ‘ঢাকা শহরের শৃঙ্খলা আনতে আমরা একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছি। সেখানে ওষুধের দোকানগুলোকে আমরা সর্বোচ্চ সময় দিয়েছি।

‘অলিগলির ওষুধের দোকানগুলোকে আমরা রাত ১২টা পর্যন্ত খোলা রেখেছি আর হাসপাতালে পাশে অবস্থিত ফার্মেসিগুলোকে রাত ২টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি, এটা যথেষ্ট সময় দেয়া হয়েছে।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেয়র ফজলে নূর তাপস। ছবি: নিউজবাংলা

২২ আগস্ট ওষুধের দোকানসহ একেক ধরনের প্রতিষ্ঠানের জন্য একেক রকম সময়সীমা নির্ধারণ করেছে সিটি করপোরেশন। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ তালিকা কার্যকর হবে। কর্তৃপক্ষের এ ঘোষণার পরপরই সমালোচনা এসেছে বিভিন্ন পক্ষ থেকে।

ওষুধের দোকান খোলা রাখা নিয়ে সিটি করপোরেশন যে সিদ্ধান্ত নিয়েছে তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন অনেকে। ফেসবুকসহ নানা সামাজিক যোগাযোগমাধ্যমে তারা বলছেন, যেকোনো সময় যে কারো ওষুধ দরকার হতে পারে। আবার হাসপাতালে গুরুতর রোগী আসে ২৪ ঘণ্টাই। তাই ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা রাখা দরকার।

অন্য দেশের প্রসঙ্গ তুলে মেয়র ফজলে নূর তাপস বলেন, ‘এত দিন এই শহরে কোনো শৃঙ্খলা ছিল না, তাই আমরা এখন থেকে ঢাকা শহরকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে চাই। পৃথিবীর সব দেশই শৃঙ্খলার মধ্যে চলে, আমাদেরও চলতে হবে। আগামী পয়লা সেপ্টেম্বর থেকে এটা পুরোপুরি কার্যকর হবে।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাস রুট ফ্রাঞ্চাইজ পাইলট রুটের বাস থামার স্থান পরিদর্শন শেষে এসব কথা বলেন ফজলে নূর তাপস। এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী, ঢাকা পরিবহন কর্তৃপক্ষ, মেট্রোরেলের পরিচালক, স্থানীয় কাউন্সিলরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ নিয়ে ডিএসসিসি মেয়র বলেন, ‘ঢাকা নগর পরিবহনের আরো তিনটি নতুন রুট চালু করছি, তাই শহবাগে এখানকার বাস স্টপেজটা দেখতে আসলাম। যাত্রী ছাউনির কাজ চলছে। এই যাত্রাপথের কাজ প্রায় শেষ হয়ে গেছে।

‘আমরা দেখলাম শাহবাগে এই জাইগায় মেট্রোরেল থেকে নামার সিঁড়ির সঙ্গে নগর পরিবহনের স্টপেজের সাংঘর্ষিক কিছু হয় কি না। এসে তেমন কিছু দেখিনি। সব ঠিকমতোই চলছে।’

এ বিভাগের আরো খবর