ময়মনসিংহ নগরীতে উত্তপ্ত বিটুমিন বহনকারী গাড়িতে আগুন লেগে চালক দগ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
নগরীর শম্ভুগঞ্জ মোড়ে বুধবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আতিকুর রহমান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত চালকের নাম শাহজাহান মিয়া।
স্টেশন কর্মকর্তা বলেন, ‘তারাকান্দা উপজেলার গাছতলা বাজার এলাকায় সকালে সড়ক মেরামতের কাজ চলছিল। এ জন্য নগরী থেকে গরম বিটুমিন নিয়ে গাড়িটি দ্রুত সেখানে যাচ্ছিল। সকাল ৭টার দিকে নগরীর শম্ভুগঞ্জ মোড় এলাকা পর্যন্ত আসতেই পিচ আরও বেশি উত্তপ্ত হয়ে গাড়িটিতে আগুন লেগে যায়।
‘খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই গাড়ির বেশির ভাগ অংশ পুড়ে যায়।’
তিনি আরও বলেন, ‘আগুনে চালক শাহজাহান মিয়ার শরীরের কিছু অংশ পুড়ে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠিয়েছে।’