র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘রাত পৌনে ১টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।’
রাজধানীর নারিন্দা এলাকায় একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব। সেখানে মাদকবিরোধী অভিযান চলছে বলে জানিয়েছে সংস্থাটি।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন মঙ্গলবার রাত ১১টার দিকে এসব জানিয়েছেন।
তিনি বলেন, ‘রাত পৌনে ১টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।’
অভিযানে থাকা এক র্যাব কর্মকর্তা জানান, ওই বাড়িতে মাদক দিয়ে বিভিন্ন পানীয় তৈরির কারখানা রয়েছে।