এপিবিএন কর্মকর্তা মো. কামরান হোসেন জানান, বিকেল ৫টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশনে তল্লাশির সময় ৯ রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের কাগজপত্র সঠিক ছিল না।
অনুমতি ছাড়া ক্যাম্প থেকে পালিয়ে আকাশ পথে ঢাকা যাওয়ার আগ মুহূর্তে কক্সবাজার বিমানবন্দরে ৯ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা তাদের আটক করেন।
আটককৃতদের মধ্যে এক নারী আছেন।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন।
তিনি জানান, বিকেল ৫টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশনে তল্লাশির সময় ৯ রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের কাগজপত্র সঠিক ছিল না।
আটককৃতদের ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে হস্তান্তরের সিদ্ধান্ত হতে পারে বলে জানান এপিবিএন কর্মকর্তা।