বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ভারতীয় জলসীমায় চলে যাওয়া ৩২ জেলেকে হস্তান্তর করেছে সেদেশের কোস্টগার্ড। ওই জেলেরা মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফট্যান্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এসব নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈরী আবহাওয়া ও ইঞ্জিনের ত্রুটির কারণে এফভি জান্নাতুল ফেরদৌস, এফভি আব্দুল্লাহ-১ ও এফভি মায়ের দোয়া নামের ট্রলারগুলো ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় চলে যায়। সেদেশের কোস্টগার্ডের টহল জাহাজ গত ২০ আগস্ট সকালে তাদের জলসীমা থেকে ১০ জেলেকে উদ্ধার করে।
প্রথম দফায় উদ্ধার জেলেদের দেয়া তথ্যের ভিত্তিতে ভারতীয় কোস্টগার্ড পর্যায়ক্রমে আরও ২২ জেলেকে উদ্ধার করে। দুই দেশের কোস্টগার্ডের সমঝোতায় ৩২ জনকে বাংলাদেশ-ভারত সমুদ্র নিয়ন্ত্রণ রেখায় বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ তাজউদ্দিন-এ হস্তান্তর করা হয়। এরপর বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ অপরাজেয় বাংলায় মাধ্যমে জেলেদের মোংলা সদরদপ্তরে আনা হয়।
উদ্ধার জেলেদের বাড়ি পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা জেলায়।